scorecardresearch

লতা মঙ্গেশকরের ‘দুর্লভ ছবি’ শেয়ার করে ‘নাইটিংগেল অফ ইন্ডিয়া’কে স্মরণ হর্ষ গোয়েঙ্কার

ছবি শেয়ার করে তিনি “ভারতরত্ন লতাজির” স্মৃতিচারণ করেন।

harsh goenka, lata mangeshkar, nightingale of india, rare photo, twitter, golden memory,",

লতা মঙ্গেশকরের ‘দুর্লভ ছবি’ শেয়ার করে ‘নাইটিংগেল অফ ইন্ডিয়া’কে স্মরণ হর্ষ গোয়েঙ্কার। গত বছর ফেব্রুয়ারিতে ৯২ বছর বয়সে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দীর্ঘ সাত দশকের সঙ্গীত জীবনে গেয়েছেন ৩০ হাজারেরও বেশি গান। অতুলনীয় এই কৃতিত্ব স্বরূপ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি। ৩৫টিরও বেশি ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। বাংলাতেও দু’শোর বেশি গান গেয়েছেন তিনি।

“ভারতরত্ন লতাজির” প্রয়াণে গোটা দেশ শোকের ছায়া নেমে আসে। আইকনিক গায়িকা তাঁর ‘সুরেলা কন্ঠে ‘ দীর্ঘ সাতদশকে মুগ্ধ করেছে আসমুদ্র-হিমাচলের। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সম্প্রতি সুরের সম্রাজ্ঞীর একটি বিরল মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবি শেয়ার করে তিনি “ভারতরত্ন লতাজির” স্মৃতিচারণ করেন।

ছবিতে তাঁকে রান্নাঘরে একেবারে ঘরোয়া পোশাকে রুটি তৈরি করতে দেখা যায়। ছবি শেয়ার করে বিখ্যাত শিল্পপতি ক্যাপশনে লিখেছেন, ‘নাইটিংগেল’র রান্নার একটি বিরল মুহুর্তের ছবি’। টুইটটি ৩২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে এবং হাজার হাজার মানুষ ছবিটিতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

অনেক সোশ্যাল মিডিয়া ইউজার ছবিটিতে কমেন্ট করে জানিয়েছেন, ‘দূর্লভ ও মূল্যবান একটি ছবি’!
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “আমি বিশ্বাস করি তাঁর হাতের তৈরি খাবারের স্বাদ সুমধুর সুরের চেয়ে কিছু কম নয়”। অন্য একজন ইউজার লিখেছেন, তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর গান মুগ্ধ করেছে তামাম বিশ্বকে’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Harsh goenka remembers lata mangeshkar with rare photo from her young days internet is in awe