সাত আসনের সোলার বাইক, সেরা আবিষ্কারে তোলপাড়, ভিডিও শেয়ার করলেন হর্ষ গোয়েঙ্কা। সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। প্রতিদিনই হাজারো মানুষের নানান সেরা কীর্তি ভাইরাল হয় নেটদুনিয়ায়। তেমনই এক আবিষ্কারে তোলপাড় ফেলেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সাত আসনের গাড়িটি চালাচ্ছেন। গাড়িটি দেখতে প্রায় একটি স্কুটারের মতো এবং এটি্র মাথায় রয়েছে একটি শেড, যেখানে সোলার প্যানেলগুলি লাগানো হয়েছে। তিনি ব্যখ্যা করলেন কীভাবে কিছু বাতিল সামগ্রী থেকে তিনি এই গাড়িটি তৈরি করেছেন। গাড়িটি কেবল টেকসই নয়, রৌদ্রোজ্জ্বল দিনে যাত্রীদের ছায়াও প্রদান করে এই গাড়িটি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তিনি এই ভিডিও শেয়ার করে লিখেছেন, সেরা উদ্ভাবন। ভিডিওটি এখনও পর্যন্ত দেড় লক্ষের বেশিবার দেখা হয়েছে। ওই ব্যক্তির প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই কমেন্টে উল্লেখ করেছেন বড় কোম্পানিরও উচিত এই ধরনের যানবাহন তৈরি করা।