Advertisment

দুই অমর কণ্ঠের সেরা ডুয়েট, হর্ষ গোয়েঙ্কার পোস্ট ঘিরে নস্ট্যালজিক নেটপাড়া

নেটপাড়ার মন জয় হর্ষ গোয়েঙ্কার পোস্টে...

author-image
IE Bangla Web Desk
New Update
Lata Mangeshkar and KL Saigal,Harsh Goenka,लता मंगेशकर और केएल सहगल,Harsh goenka twitter,harsh goenka emotional video,Harsh Goenka funny tweet,harsh goenka latest tweet,heart touching Video,Emostional vdieo,Amazing Video,melodious duet song,twitter,lata mangeshkar,KL Saigal,Baiju,Viral video,viral news,Trending Video

আরপিজি গ্রুপের প্রধান তথা বিখ্যাত শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় সব সময়ই অ্যাকটিভ থাকেন। সেই সঙ্গে তিনি একাধিক বিষয় তাঁর অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন। গত বৃহস্পতিবার (১৫ জুন) টুইটারে একটি বিশেষ গান শেয়ার করেছেন তিনি, যে গান সঙ্গীতপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। লতা মঙ্গেশকর এবং কে এল সেহগালের একটি সুন্দর ছবি ভাগ করে, হর্ষ গোয়েঙ্কা দুই কিংবদন্তীর একটি ডুয়েট গান শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

অবিশ্বাস্য কণ্ঠের জুটি বেঁধে লতা মঙ্গেশকরের সঙ্গে কে এল সেহগালের এই গান লাখ মানুষের মন ছুঁয়ে গিয়েছে। ৯২ তম জন্মদিনে, বিশ্বকে শোনানোর উদ্দেশ্যে তাঁর ভাগ্নে বৈজু মঙ্গেশকর এবং সুরকার যতীন আধুনিক প্রযুক্তির সাহায্যে দুই কিংদবদন্তীর কণ্ঠ ব্যবহার করে একটি ডুয়েট গান তৈরি করেন। কেএলসাইগাল এবং লতা মঙ্গেশকরের অবিশ্বাস্য কণ্ঠের জুটি যা গানটি পোস্ট করে হর্ষ গোয়েঙ্কা ক্যাপশনে লিখেছেন, 'কেএল সেহগালের সঙ্গে একটি যুগল গান গাওয়ার স্বপ্ন ছিল লতা মঙ্গেশকরের, যা কোনদিন পূরণ হতে পারেনি। তাঁর ভাগ্নে বৈজু মঙ্গেশকর এবং সুরকার যতীন আধুনিক প্রযুক্তির সাহায্যে তাঁর কণ্ঠ ব্যবহার করে একটি ডুয়েট গান রচনা করেছেন। লতাজির জন্মদিনে একটি বিশেষ উপহার'।

গানটি মঙ্গেশকরের ৯২ তম জন্মদিনে প্রকাশিত হয়। এটিই ছিল লতা মঙ্গেশকরের ভাগ্নে বৈজু মঙ্গেশকর এবং সুরকার যতীন শর্মার তৈরি একটি অনবদ্য উপহার। প্রকৃতপক্ষে, লতা মঙ্গেশকরের ইচ্ছা ছিল কে এল সেহগালের সঙ্গে ডুয়েট গাওয়ার। কিন্তু সেই ইচ্ছা কোনদিন পূরণ হয়নি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং তাদের কণ্ঠ একত্রিত করার মাধ্যমে লতাজির সেই ইচ্ছাপূরণ হয়। পোস্টটি টুইটারে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। অজস্র মন্তব্যে ভরে ওঠে শেয়ার করা এই পোস্টটি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হতেই এক ব্যবহারকারী লিখেছেন, 'এটি আশ্চর্যজনক।' অপর একজন ব্যবহারকারী লিখেছেন, 'দুজন কিংবদন্তির একসঙ্গে গান শোনার অভিজ্ঞতা সেরা'। একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'দুজনেই অমর কণ্ঠ।'

viral Lata Mangeshkar
Advertisment