New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-150.jpg)
এটি এমন এক ভিডিও যা আপনাকে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
সম্প্রতি একটি কুকুরছানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের মন জয় করেছে। যেখানে কুকুরছানাটিকে একটি বড় নালা পেরোনোর জন্য লড়াই জারি রাখতে দেখা গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাধারে অণুপ্রেরণা জুগিয়েছে, সেই সঙ্গে জীবনে লড়াই জারি রাখার বার্তাও দিয়েছে। এটি এমন এক ভিডিও যা আপনাকে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন দেশের বিখ্যাত শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সকল ব্যবহারকারীর নজর কেড়েছে।ভাইরাল ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। এই ভিডিওতে নালা পেরোতে লড়াই জারি রাখতে দেখা গিয়েছে এক কুকুরছানাকে। অবশেষে আসে সাফল্য। লাফ দিয়ে নালা পার হওয়ার চেষ্টা করে কুকুরছানাটি। সে ব্যর্থ হয় এবং নালায় পড়ে যায়। ফের উঠে দাঁড়িয়ে তার লড়াই জারি রাখে।
Do not fear failure but rather fear not trying
pic.twitter.com/gWlEBQkv8w— Harsh Goenka (@hvgoenka) May 16, 2023
ভিডিওটি শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা ক্যাপশনে লিখেছেন 'ব্যর্থতাকে ভয় না পেয়ে, চেষ্টা চালিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি'। বর্তমানে ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। যা খবরটি লেখার সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ৪২ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ব্যবহারকারীরা ক্রমাগত মন্তব্য করছেন এবং এটিকে অনুপ্রেরণামূলক পোস্ট হিসেবে অভিহিত করছেন।