গ্রামাঞ্চলে, এমন অনেকেই আছেন যারা গাছে উঠে নারকেল বা খেজুর অথবা সুপারি সংগ্রহ করেন এবং তা দিয়েই তাদের পেট চালান। গাছে ওঠার ক্ষেত্রে সাধারণ ভাবে দড়ি ব্যবহার করেই গাছের মগডালে চড়ে বসেই এরা। কিন্তু সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে অনন্য এক মেশিনের সাহায্যে মগডালে অবলীলায় উঠে যাচ্ছেন এক যুবক। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা ভিডিওটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি গাছে চড়ার জন্য সাইকেলের মতো এক কাঠামোর উপর বসে আছেন এবং তিনি তার গতি নিয়ন্ত্রণ করে গাছে উঠছেন অথবা নামছেন।
ভিডিওটির ক্যাপশনটিও নজর কেড়েছে নেটিজেনদের। ক্যাপশনে বলা হয়েছে “এই ‘স্কুটার’ আপনাকে ৩০ সেকেন্ডের মধ্যে ৮৪ মিটার লম্বা গাছে উঠতে সাহায্য করবে’। ট্রি-ক্লাইম্বিং ‘স্কুটার’ যে কোন সোজা বা সামান্য বাঁকানো গাছে উঠতে আপনাকে সাহায্য করবে,”। ভিডিওটি আটলাখের বেশি বার দেখা হয়েছে এবং অনেকেই এমন স্কুটার দেখে ভিরমি খেয়ে তাদের মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।