Advertisment

অনন্য স্টাইলে পড়িয়ে মন জয়, সরকারি স্কুলের ধারণাই বদলে দিলেন এই শিক্ষক

শিক্ষক শিশুদের ইংরাজি মাসের নাম মনে রাখার জন্য অনন্য পদ্ধতি বেছে নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Government School Video, Viral News, Trending News, Social Media,

শিক্ষক শিশুদের ইংরাজি মাসের নাম মনে রাখার জন্য অনন্য পদ্ধতি বেছে নিয়েছেন

হামেশাই মানুষজনকে বলতে শোনা যায় সরকারি স্কুলে পড়াশুনার হাল বেহাল। শিক্ষকদের যোগ্যতার অভাব নিয়ে অনেকেই মাঝে মধ্যেই সরব হন। এর মাঝে সরকারি স্কুলের এক শিক্ষকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়িয়েছে। তাঁর পড়ানোর ইউনিক স্টাইল মন জয় করেছে সকলের।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষক শিশুদের ইংরাজি মাসের নাম মনে রাখার জন্য অনন্য পদ্ধতি বেছে নিয়েছেন। কবিতার মাধ্যমে তিনি পড়ুয়াদের মাসের নাম মনে রাখতে সাহায্য করছেন।শিক্ষকের শেখানোর পদ্ধতিটি বেশ অনন্য, যে কারণে মানুষ ওই শিক্ষকের প্রশংশায় পঞ্চমুখ। ভিডিওটি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষক শিশুদের ইংরাজি মাসগুলি মনে রাখার জন্য অনন্য পদ্ধতি অবলম্বন করেছেন। শিশুদের মাসের নামগুলো কথা বলে নয়, কবিতার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে bansal2412 নামের একটি অ্যাকাউন্টে। খবর লেখা পর্যন্ত ৪৬ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটিতে লাইক করেছেন ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।

ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- যেসব স্কুলে শিক্ষকের অভাব রয়েছে সেই সব স্কুলে আপনার মতো একজন শিক্ষকের প্রয়োজন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- এই ভিডিওটি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যারা বলে সরকারি স্কুলে শিক্ষকরা শিশুদের পড়ান না। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- ভিডিওটি দেখে খুব ভালো লাগলো।

viral
Advertisment