scorecardresearch

এভাবেই আজও বেঁচে আছে মানবতা! ছবি ভাইরাল হতেই মহিলার মহানুভবতাকে কুর্নিশ

এই ছবি মানুষের মন জয় করেছে।

Heart Touching Photo, Viral Photo, Trending News, Viral News, Ajab Gajab News, Zara Hatke, Trending Video, Viral Video
এই ছবি মানুষের মন জয় করেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মন ভাল করা ছবি! আজও মানবতা বেঁচে আছে এই ছবিই তার জলজ্যান্ত প্রমাণ। ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে প্রখর রোদে রিকশা টেনে নিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ রিকশাচালক। রিকশায় বসা মহিলা বৃদ্ধা রিকশাচালকের মাথায় ছাতা ধরে সকলের কুর্নিশ আদায় করে নিলেন।

মুহূর্তেই এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। প্রচণ্ড দাবদাহ থেকে রিকশাচালককে খানিক স্বস্তি দিতে ওই মহিলা নিজের মুখ ওড়নায় ঢেকে রিকশা চালকের মাথায় ছাতা ধরেন। নিজের জন্য নয়, রিকশাচালকের জন্য এই ছাতা খুলে তার মাথায় ধরেছেন ওই মহিলা।
দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার উর্ধ্বমুখী। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়েই চলেছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ জন। পেটের তাগিদে প্রচণ্ড রোদ উপেক্ষা করেও হাড়ভাঙা পরিশ্রম করতে দেখা যায় একটা বড় অংশের মানুষকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রিকশাচালকরা। এরই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। আর এই ছবি মানুষের মন জয় করেছে।

ছবিটিতে দেখা যাচ্ছে একজন রিকশাচালকের মাথায় ছাতা ধরে রয়েছেন রিকশায় বসা এক মহিলা। ভাইরাল এই ছবি দেখেই সকলেই মহিলার মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন। এই ছবিটিকে মানবতার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে অভিহিত করেছেন মানুষজন।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে শেয়ার করা হচ্ছে এবং লোকেরা খোলা মনে মহিলার প্রশংসা করেছেন। ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন গীতা শাক্য নামের এক ব্যবহারকারী। এর সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মানবতার চেয়ে বড় কোন ধর্ম নেই’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Heart touching photo