New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-181.jpg)
খালে পড়া কুকুরকে উদ্ধারে প্রাণপাত, পড়ুয়াদের মহানুভবতাকে কুর্নিশ!
মানুষ হোক অথবা পশু-পাখি, জীবনের মূল্য সব ক্ষেত্রেই এক। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই অনেক সময় এমন ভিডিও দেখা যায়, যা মানবিকতার অনন্য নিদর্শন হয়ে ওঠে। সম্প্রতি, এমনই একটি ভিডিও সামনে এসেছে, জীবন বাজি রেখে জলাশয়ে পড়ে যাওয়া কুকুরকে উদ্ধার করতে দেখা যায়। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনওভাবে খালে পড়ে আটকে পড়ে একটি কুকুর। কয়েকজন পড়ুয়া প্রাণের ঝুঁকি নিয়েই সেখান থেকে কুকুরটিকে উদ্ধার করে। এই ভিডিওটি ইন্টারনেটে দাবানলের ভাইরাল হচ্ছে, যা দেখে ব্যবহারকারীরা পড়ুয়াদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন।
ইংল্যান্ডের ম্যানচেস্টারের ছাত্রদের এই ভিডিওটি আজকাল সোশ্যাল মিডিয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করছে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে একটি কুকুর অজান্তেই একটি খালে পড়ে যায়, কিছুতেই সেখান থেকে কুকুরটি বেরোতে পারছিল না। এমন সময় কুকুরটির মালিক উদ্ধারের জন্য আশেপাশের লোকজনের কাছে সাহায্য চান। সেই সমইয় কুকুরটিকে উদ্ধার করতে এগিয়ে আসেন একদল ছাত্র। প্রাণের ঝুঁকি নিয়ে তারা কুকুরটিকে খাল থেকে টেনে তোলে। মেট্রো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরের মুহুর্তে জ্যাক স্পেন্সার ফার্মস্টন এবং বেন ক্যাম্ফোর নামে বছর-২০-এর তরুণ সাহায্য’র হাত বাড়িয়ে দেয়। দীর্ঘ চেষ্টার পর কুকুরটিকে নিরাপদে খাল থেকে বের করে আনে।
Dog rescued Ancoats pic.twitter.com/WxJ9nNmzaZ
— Daibhidh (@Dbelldb1) February 13, 2023
ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ একটি ছেলেকে পা ধরে জলাশয়ের দিকে উল্টো ঝুলিয়ে রেখেছে, কুকুরটিকে হাত বাড়িয়ে উদ্ধারে প্রাণপাত করছেন সেই ছেলেটি। জ্যাক স্পেন্সার ফার্মস্টন এবং বেন ক্যাম্পারের সাহসিকতার এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @Dbelldb1 হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে, মাত্র ২৯ সেকেন্ডের এই ভিডিওটি এখন ২৭ লক্ষ বার দেখা হয়েছে, যখন ৮০ হাজার মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন। এই ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন এবং সকলেই পড়ুয়াদের এমন কাজের প্রশংসা করছেন।