New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-81.jpg)
হেলিকপ্টার একটি সংকীর্ণ রাস্তার পার্ক করা, বিভ্রান্ত মানুষজন।
ব্যস্ত সময়ে বেঙ্গালুরু্র রাস্তায় হেলিকপ্টারের অবতরণ, ভাইরাল ছবি দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। শহরের রাস্তায় হেলিকপ্টার। অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন হাজার হাজার মানুষ।
@surana620-এর একটি টুইটে ঘটনাটি শেয়ার করা মাত্রই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ক্যাপশনে লেখা ‘পিক বেঙ্গালুরু মোমেন্ট’। ছবিতে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার একটি সংকীর্ণ রাস্তার পার্ক করা, বিভ্রান্ত মানুষজন।যানবাহন থামিয়ে সকলেই ওই দৃশ্য দেখতে ব্যস্ত।
@peakbengaluru Bangalore Traffic reasons 😂😂#G20India2023 #Bengaluru @HALHQBLR pic.twitter.com/jK353vFyGp
— Aman Surana (@surana620) September 7, 2023
ভাইরাল মুহুর্তের জগতে, এই হেলিকপ্টার রোড অ্যাডভেঞ্চারটি বেঙ্গালুরুবাসীদের স্মৃতিতে অবশ্যই বেঁচে থাকবে। রাস্তার মাঝখানে আটকে থাকা হেলিকপ্টারের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা সবাইকে অবাক করে দিয়েছে।