New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/Capture.jpg)
নিয়ম করে দিনে চা খেয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।
চায়ের কাপে চুমুক দিলেন, আর অন্যদেরও বললেন চা খেতে। ব্যাস তাতেই বিখ্যাত সোমবাতি মহাওয়ার।
নিয়ম করে দিনে চা খেয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় খ্যাতিলাভের কোনও ফর্মুলা আছে কি? সম্ভবত না। প্রিয়া প্রকাশের চোখের খেল, ডান্সিং আঙ্কেলের ধুন্ধুমার নাচ- এসবের তবু কারণ খুঁজে পাওয়া যায়। এমনকি ঢিং চ্যাক পূজার বেসুরো গানও মানুষ ‘লাইক’ করে থাকেন! এবার নতুন একজন নেটিজেনকে ঘিরে শুরু হয়েছে ক্রেজ। ঠিক কী কারণে এই ক্রেজ তা অবশ্য ঠাহর করা যাচ্ছে না। তিনি কেবল চা পান করতে বলে থাকেন।
নাম তাঁর সোমবাতি মহাওয়ার। ভিডিও পোস্টে তাঁকে চায়ের কাপে আয়েসি চুমুক দিতে দেখা যায়। এই ছোট্ট ভিডিও ক্লিপটি ভুরি ভুরি শেয়ার হচ্ছে সোশ্যাল সাইটে। ভিডিওটি খুব যে আকর্ষণীয় তাও বলা চলে না।
কিন্তু নেটিজেনদের নতুন হ্যাশট্যাগ, 'চায়ে পি লো'। এই ভিডিও ক্লিপ নিয়ে তৈরি হচ্ছে প্রচুর মিমও।
A post shared by RaQeeß AhMað (@raqeeb_official) on
A post shared by MEEMS ATTACK (@meems_attack) on
A post shared by Ad Parody (@ad.parody) on