Viral Video: ধুতি-কুর্তা বা শার্ট-প্যান্ট পরে জিমে ব্যায়াম করতে দেখেছেন কখনও? স্যুট-সালোয়ার-শাড়ি পরা কোনো মহিলাকে জিমে গিয়ে ফিটনেস প্র্যাকটিস করতে দেখেছেন? একেবারেই না তাই তো? কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে এমন সব ঘটনা সামনে আসছে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন।
Advertisment
আজকাল, এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে, যেখানে একজন মহিলাকে শাড়ি পরে জিমে গিয়ে ফিটনেস প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ওই মহিলা এমন সমস্ত ব্যায়ামও করে সকলকে তাক লাগিয়ে দিচ্ছিলেন যা সাধারণত খুবই একটা সহজ নয়। মহিলার নাম হেমা শর্মা, ইনস্টাগ্রামে ১৯ লাখেরও ফলোয়ার রয়েছে তার। হেমা মূলত গাজিয়াবাদের বাসিন্দা।
হেমা শর্মাও একজন অভিনেত্রী। ইয়ামলা পাগলা দিওয়ানা সিনেমার মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় তার। তাকে দাবাং ৩ এবং বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে। শাড়ি পরে জিম করার এই ভিডিওতেও মানুষ প্রচুর মন্তব্য করছেন। ভিডিওটিতে মন্তব্য করে অঞ্জলি মিশ্র লিখেছেন যে শাড়িতে ভারতীয় মহিলারা সব কিছুতেই পটু। একই সময়ে, দেব গুর্জার লিখেছেন যে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিতে অবশ্যই শাড়িতে রয়েছে।