Advertisment

ওঠবোস করলেই বিনামূল্য়ে মিলবে প্ল্যাটফর্ম টিকিট, নয়া উদ্যোগে ভারতীয় রেল

ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হাসি মুখে ওঠবোসের শরীরচর্চা করতে আগ্রহী বেশ কিছ যুবক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রের নয়া উদ্যোগ। সুস্থ রাখার নতুন পন্থা চালু করল রেল স্টেশনে। স্টেশনে এসে ওঠবোস করলেই মিলবে স্টেশন টিকিট। এর শুভারম্ভ হয়েছে রাজধানী দিল্লিতে। জানা যাচ্ছে, ফিট ইন্ডিয়া প্রচার আরেকটু এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ। দিল্লীর আনন্দ বিহার স্টেশনে এই যন্ত্রটি লাগানো হয়েছে।

Advertisment

বিনামূল্যে টিকিট পেতে গেলে ঠিক কী করতে হবে? তিন মিনিটে ত্রিশবার ওঠবোস করলেই মিলবে প্ল্যাটফর্মের টিকিট। দেখা গিয়েছে অনেক যাত্রীই আগ্রহী এই মেশিন বযবহার করতে। ত্রিশবার ওঠবোস করলে বেঁচে যাবে ১০ টাকা। একটি ভিডিও ক্লিপ সোশ্যালে পোস্ট করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ও ভারতীয় রেলওয়ে। সেই ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হাসি মুখে ওঠবোসের শরীরচর্চা করতে আগ্রহী বেশ কিছ যুবক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Read the full story in English

indian railway viral viral news
Advertisment