/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_1c68d8.jpg)
বর-কনের চেয়ে বিয়ের আসরে খুশি পুরোহিত!
Viral Video: বর-কনের চেয়ে বিয়ের আসরে খুশি পুরোহিত! এমনই এক ভিডিও শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। বিয়ের আসরে পুরোহিতের খুশি, নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।
বিয়ের সময় সাধারণত বর-কনের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনদের মজা করতে দেখা যায়। কিন্তু এখন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ের আসরে খুশিতে ডগমগ পুরোহিত মশাই। তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন নানান ভিডিও ভাইরাল হয়। বিয়ের ভিডিও মানুষকে আলাদাভাবেই আকৃষ্ট করে। এই পর্বে এক দম্পতির বিয়ের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, পুরোহিত মশাই বর ও কনেকে একটি নাচের স্টেপ করতে দেখান এবং তাদের তা করার জন্য অনুরোধ করেন। বরকে কিছুটা লাজুক দেখায়। বর-কনে পণ্ডিতজির অনুরোধে তার সঙ্গে করমর্দন করেন। কিন্তু এই সময়েও পুরোহিত মশাইকে আনন্দে নাচতে দেখা যায়। এই কারণেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন : <
south_indian_designerhouse নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে এই ভিডিও। খবর লেখা পর্যন্ত ভিডিওটি লাইক করেছেন ৩৩ হাজারের বেশি মানুষ এবং ১.৩ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছেন।