Advertisment

নলের গুড়ের স্বাদের সঙ্গে মিটবে চায়ের নেশাও, 'মোয়ে মোয়ে চা' বাজার কাঁপাচ্ছে

মোয়ে মোয় চা, নাম শুনেই ঝটকা।

author-image
IE Bangla Web Desk
New Update
"Here’s how ‘moye moye’ rasgulla chai is made; video has netizens divided, moye moye, moye moye rasgulla chai, rasgulla chai, viral, trending, indian express"

তবে চায়ের এই স্বাদ চেখে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই।

বেশ ভালই ঠাণ্ডা পড়েছে। আর এই ঠাণ্ডায় গরম চায়ে চুমুক দেওয়ার মজাটা কিন্তু একেবারেই আলাদা। মানুষের পছন্দের কথা মাথায় রেখে বাজারে এসেছে ফিউশন টি। তার মধ্যেই সর্বশেষ সংস্করণ মোয়ে মোয়ে চা। নামটা শুনেই ঝটকা খেয়েছেন অনেকেই। তবে চায়ের এই স্বাদ চেখে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই।

Advertisment

রসগোল্লা চায়ে একদিকে যেমন পাওয়া যাচ্ছে নলেন গুড়ের স্বাদ তেমনই মিটছে চায়ের নেশাও। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে 'দ্য ফুডি পান্ডা' হ্যান্ডেলের সাথে ক্যাপশনে লেখা 'মোয়ে মোয়ে চা'। এটি এখন পর্যন্ত দু লাখের বেশি লাইক পেয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে, চা তৈরির সময় মাটির ভাড়ে আগে একটি রসগোল্লা রেখে দেওয়া হচ্ছে। তার ওপর গরম চা ঢেলে দিচ্ছেন ওই ব্যক্তি। এইভাবে এটি হয়ে যায় ‘মোয়ে মোয় চা।’ একদিকে যেমন এই চায়ে মিলবে নলেন গুড়ের ফ্লেভার তেমনই মিটবে চায়ের নেশাও ।

Viral Video
Advertisment