"মুঝে ল্যান্ড করা দে ভাই", বিপিনের প্যারাগ্লাইডিং অভিযান দেখে হেসে লুটোপুটি নেটপাড়া

হাজার ভয় পেলেও সেলফি স্টিক ছাড়েনি উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা বিপিন সাহু। যাতেই রেকর্ড হয়েছে তার প্যারাগ্লাইডিং অভিযান।

হাজার ভয় পেলেও সেলফি স্টিক ছাড়েনি উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা বিপিন সাহু। যাতেই রেকর্ড হয়েছে তার প্যারাগ্লাইডিং অভিযান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয় পেয়ে যা করলেন বিপিন বাবু, তা দেখে হেসে লুটোপুটি নেটপাড়া। "পাঁচশো টাকা বেশি দেব, আমায় ল্যান্ড করিয়ে দে"। চোখ বুজে একই কথা আওড়ে গেলেন বিপিন। তার সঙ্গে ভয়ে কুঁকড়ে কাউকে লক্ষ্য না করেই গালগাল করতে শুরু করেন তিনি। তার এই কান্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ার দোরগড়ায় আসা মাত্রই রীতিমত ভাইরাল হয়ে পড়েছে। যা দেখে ছয় মিনিট হেসে গড়াগড়ি খেয়েছে নেট নাগরিকরা।

Advertisment

হাজার ভয় পেলেও সেলফি স্টিক ছাড়েনি উত্তরপ্রদেশের বান্দার বাসিন্দা বিপিন সাহু। যাতেই রেকর্ড হয়েছে তার প্যারাগ্লাইডিং অভিযান। গত জুলাই মাসে বন্ধুদের সঙ্গে তিনি ঘুরতে গিয়েছিলেন মানালি। সেখানে গিয়েই বন্ধুদের সঙ্গে প্যারাগ্লাইডিং করার দুঃসাহস দেখিয়েছিলেন তিনি।

Advertisment

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইনস্ট্রাকটরের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে উঠেছেন বিপিন। খানিক উপরে ওঠার পর থেকেই ভয় পেতে শুরু করেন। চোখ বুজে ফেলেন। গালাগালের ফোয়ারা ছোটাতে থাকেন। ইনস্ট্রাকটরকে টাকার লোভ দেখিয়ে তাঁকে নিচে নামানোর জন্য অনুরোধ করতে থাকেন। বিপিনকে পা তুলে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। ইনস্ট্রাকটরের কথা না শোনায় বিপিনের সঙ্গে তার যে কাথোপকথন, তা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে সোশাল মিডিয়া।

Read the full story in English 

viral