New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-21.jpg)
পথকুকুরকে সন্তানস্নেহে পালন, নিজের খাবার সারমেয়কে খাইয়ে ভবঘুরের উদারতা
ব্যক্তির নির্মল হাসি মন জিতে নেয় লাখ লাখ মানুষের।
পথকুকুরকে সন্তানস্নেহে পালন, নিজের খাবার সারমেয়কে খাইয়ে ভবঘুরের উদারতা
নিজের মুখের খাবার রাস্তার কুকুরের মুখে তুলে দিলেন এক ভবঘুরে। মুহূর্তেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর ভাইরাল হতেই ভবঘুরে ব্যক্তির নির্মল হাসি মন জিতে নেয় লাখ লাখ মানুষের।
সোশ্যাল মিডিয়ার জগত বড়ই আজব। প্রতিদিন সেখানে হাজার হাজার ভিডিও সামনে আসে। তার মধ্যে খুব কম ভিডিও মানুষ মনে রাখেন। যদিও মনে রাখার পিছনে রয়েছে এক বড় কারণ। কিছু কিছু ভিডিও এমনই যা মুহূর্তেই মানুষের মন জয় করে নেয়। তেমন এক ভিডিও সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে নিজে গৃহহীন হয়েও পথকুকুরের মুখে নিজের খাওয়ার তুলে দিচ্ছেন এক ভবঘুরে।
ভাইরাল এই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ভবঘুরেকে বলতে শোনা যায় নিজের সন্তান হলেও তো তার খেয়াল রাখতে হত। কুকুরটি আমার কাছে সন্তানতুল্য। তাই নিজের জন্য জোগাড় করা দুধ রুটি কুকুরছানাকে খাওয়াতে বিন্দুমাত্র ভাবতে হয়নি ওই ভবঘুরেকে। লাখ লাখ ভিউয়ের সঙ্গে ভিডিওটি মানুষের মন জয় করেছে।