Advertisment

পথকুকুরদের সঙ্গে জন্মদিন পালন ভবঘুরে এক যুবকের, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

ভিডিও ভাইরাল হতেই, তাতে ইতিমধ্যে প্রায় ৬ লক্ষের বেশি ভিউ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পথকুকুরদের সঙ্গে নিজের জন্মদিন পালন ভবঘুরে এক যুবকের

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যা সত্যি মন ছুঁয়ে যায়, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে পথকুকুরদের সঙ্গে নিজের জন্মদিন পালন করছেন এক ভবঘুরে যুবক। যা দেখে চোখের কোনে জল নেটিজেনদের। ইন্সটাগ্রামে এই ভিডিও ভাইরাল হতেই, তাতে ইতিমধ্যে প্রায় ৬ লক্ষের বেশি ভিউ হয়েছে।

Advertisment

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, যত্ন করে কেকের পিস কেটে কাগজের প্লেটে সাজিয়ে দুই সারমেয় বন্ধুকে খেতে দিয়েছেন ওই যুবক। তারপর নিজের জন্যে নিয়েছেন কেকের টুকরো। নিজের ভাগ থেকে আবার বন্ধুদের খাইয়েও দিয়েছেন তিনি। অদ্ভুত ভাবেই দেখা গিয়েছে একটি কুকুরকে কেকের টুকরো দেওয়ার পরই কিন্তু সে খেতে যায়নি। বরং অপেক্ষা করেছে তার দোসরের জন্য। আর একটি কুকুরের সামনে কাগজের প্লেটে করে কেকের টুকরো সাজিয়ে দেওয়ার পর দু’জনে একসঙ্গেই খাওয়া শুরু করেছে।

জান গিয়েছে, এই ভিডিওটি আসলে কলোম্বিয়ার Bucaramanga এলাকার। সেখানকারই বাসিন্দা চকো। এক ভবঘুরে যুবক। সেও নিজের জন্মদিন একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করতে চেয়েছিল।আসলে নিজের জন্মদিন একা একা পালন করা খুবই কঠিন। তাই সে বেছে নিয়েছে পথ কুকুরদের। তার সর্বক্ষণের সঙ্গী।

এদিকে এমন ভিডিও ভাইরাল হতেই আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই এই ভিডিওতে প্রায় ৬ লক্ষের বেশি ভিউ হয়েছে। দুই সারমেয়র সঙ্গে তাঁর বন্ধুত্ব যেন সারাজীবন অটুট থাকে সেই প্রার্থনা করেছেন নেটিজ়েনরা। সেই সঙ্গে তাকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।

Street dogs Homeless man
Advertisment