New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-211.jpg)
মানুষ থেকে মুহূর্তেই ভূত, মেকআপ আর্টিস্টের তোলপাড় ফেলা কাণ্ড, সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক
মেক আপের মাধ্যমে তার চেহারা এতই ভয়ঙ্কর করে তোলেন যে তাকে চেনা কঠিন হয়ে পড়ে।
মানুষ থেকে মুহূর্তেই ভূত, মেকআপ আর্টিস্টের তোলপাড় ফেলা কাণ্ড, সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক
ভূতের গল্প শুনেছেন অনেকেই। আবার অনেকে আছে ভূতের কাহিনী পড়তে ভালবাসেন। কেউ কেউ আবার ভূতে বিশ্বাসও করেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভৌতিক মেক আপের ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর মানুষ ভয়ে কাঁপছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এই ভিডিওতে একজন মেকআপ আর্টিস্টের এমন ভয়ঙ্কর মেক আপ দেখে আতঁকে উঠেছেন মানুষজন। একইসঙ্গে এই ভিডিও নিয়ে মানুষ নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক মেকআপ আর্টিস্টকে নিজেকে ভৌতিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি মেক আপের মাধ্যমে তার চেহারা এতই ভয়ঙ্কর করে তোলেন যে তাকে চেনা কঠিন হয়ে পড়ে। এই ভিডিওটি @_trouble_80 নামের একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এখন পর্যন্ত ৩ মিলিয়নেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। একইসঙ্গে এই ভিডিও দেখার পর সবাই অবাক। মানুষ ক্রমাগত ভিডিওতে তাদের মতামত দিচ্ছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, 'রাতে ভুল করেও এই ভিডিটি দেখবেন না…' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আপনি কি নিজেকে ভয় পান না?' সেই সঙ্গে এক লিখেছেন, 'এখন রাতে ঘুমাব কী করে?'