New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-38.jpg)
অভিনব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
অভিনব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
অভিনব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহ অব্যাহত। শীতকালে হাড় কাঁপানো ঠান্ডার গরম জল ছাড়া স্নানের কথা মানুষ ভাবতেই পারেন না। সোশ্যাল মিডিয়ায় এমন এক প্রতিভা ভাইরাল হয়েছে যার জেরে মানুষ স্নানের জন্য গরম জল একই সঙ্গে খাবারে জন্য রুটি একসঙ্গেই করতে পারবেন। এমনই এক অভিনব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ভারতীয়দের প্রতিভার খ্যাতি বিশ্বজুড়েই। বড় বড় ইঞ্জিনিয়াররাও আমাদের কিছু কিছু হাতে তৈরি প্রযুক্তি দেখে অবাক হতে বাধ্য। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বিশেষ পদ্ধতিতে তৈরি একটি উনুন যাতে রুটি সেকার পাশাপাশি দ্রুত জলও গরম হচ্ছে।
@Babymishra_ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিওটি X-এ শেয়ার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত এক লাখের বেশি মানুষ দেখেছেন এবং মন্তব্য করে তাদের মতামত জানাচ্ছেন। কমেন্টে একজন ইউজার লিখেছেন, বেশি খরচ ছাড়াই মানুষের কাজকে সহজ করে তোলে।' অন্যদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'এই পদ্ধতি সত্যিই অসাধারণ..!
गाँव के आगे सारे शहर फेल
ग्रामीणों के आगे सारे इंजीनियर फेल
अद्भुत जुगाड़ pic.twitter.com/FANpIqhoR2— Shubhangi Pandit (@Babymishra_) January 3, 2024