New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-57.jpg)
SRK-এর জন্মদিন কীভাবে জীবন বদলে দেয় এই বৃদ্ধার! কাহিনী জানলে আবেগে ভেসে যাবেন
জন্মদিনেই ভাগ্য বদল।
SRK-এর জন্মদিন কীভাবে জীবন বদলে দেয় এই বৃদ্ধার! কাহিনী জানলে আবেগে ভেসে যাবেন
তিনি বলিউড বাদশা। ঝুলিতে রয়েছে বছরের দুটো সেরা সুপার ডুপার হিট ছবি। SRK-এর জন্মদিন মানেই ফ্যানেদের কাছে এক অন্যরকম সেলিব্রেশন। মান্নাতের বাইরে সেই চেনা ভিড়। প্রতিবারের মত এবারেই সেই একই চিত্র। তবে বলিউড বাদশার জন্মদিন কীভাবে একজন বৃদ্ধার জীবনকে আমূল বদলে দিয়েছে। সেই কাহিনী আপনাকে আবেগঘন করে তুলবে। হৃদয়গ্রাহী পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই কাহিনী লাখ লাখ মানুষকে মুগ্ধ করেছে।
দু বছর আগে, কেউ একজন বৃদ্ধাকে পরামর্শ দিয়েছিলেন শাহরুখের জন্মদিনের দিন বাসভবন মান্নাতের সামনে জলের বোতল বিক্রি করার। প্রথমে সেটা হাস্যকর লাগলেও আজ দু বছর পর মহিলার কাছে সেই আইডিয়া তার জীবন সম্পুর্ণরূপে বদলে দিয়েছে। মুম্বইয়ের এই বৃদ্দা সম্প্রতি হিউম্যানস অফ বোম্বে-কে দেওয়া সাক্ষাৎকারে তার জীবনের টার্নিং পয়েন্ট শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন উদযাপনের মাধ্যমে কীভাবে তিনি আয়ের উৎস খুঁজে পেয়েছেন তা তুলে ধরেছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোস্টে তিনি বশদে তার বিবরণ দিয়েছেন। দু বছর আগে, কেউ একজন তাকে পরামর্শ দিয়েছিল যে কিং খানের জন্মদিন উপলক্ষে মান্নাতের সামনে জলের বোতল বিক্রি করার । তিনি প্রথমে ভেবেছিলেন এটা রসিকতা। কিন্তু পরে ভাবেন একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কোথায়? শাহরুখ খানের জন্মদিনের দিনে, মান্নাতের বাইরে ভিড় জমান হাজার হাজার ভক্ত। বিশাল জনসমাগম হয়ে ওঠে মহিলা আয়ের এক সুবর্ণ সুযোগ।
তিনি বর্ণনা করেছিলেন যে, কীভাবে সেদিন মান্নাতের সামনের রাস্তায় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য জড়ো হওয়া ভক্তের ভিড় তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জলের বোতল বিক্রি করে তিনি বেশ ভালই লাভ করেন । সেই থেকে প্রতি বছর বিভিন্ন বিশেষ অনুষ্ঠানের মান্নাতের বাইরে জল বিক্রি করেন তিনি।
তিনি শেয়ার করেছেন কোন দিন বিক্রি ভাল হয় তো কোনদিন একেবারেই বাজার ভাল থাকে না। তবে শাহরুখ খানের জন্মদিন তার অর্থ উপার্জনের একটি নিশ্চিত দিন হয়ে উঠেছে। বৃদ্দার এই কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এই কাহিনী হাজার হাজার মানুষের মন ছুঁয়ে গিয়েছে।