গরমের হাত বাঁচার সেরা উপায় এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। প্রচণ্ড গরমে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে চাষ করাটা রীতিমত কঠিন। সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে সহজেই হবে মুসকিল আসান। আর এমন ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। দেশীয় প্রযুক্তির একাধিক ভিডিও এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ফের সামনে এসেছে এমন এক দেশীয় প্রযুক্তির ভিডিও যা অবাক করেছে সকলকেই। এমন দেশীয় উদ্ভাবনকে কুর্নিশ জানিয়েছে তাবড় ব্যক্তিত্বরা।
Advertisment
ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি প্রচণ্ড গরমে চাষের জমিতে জল দিচ্ছেন। দুজনেই আরাম করে বসে আছেন একটি গাধার উপর। সেই সঙ্গে তাপ ও রোদের হাত থেকে বাঁচতে এক অভিনব কৌশল বের করেছেন ব্যক্তি। এক ব্যক্তি তার মাথায় একটি আসন রাখছেন এবং যাতে বসানো রয়েছে একটি ফ্যানও। অন্যদিকে, অন্য ব্যক্তি সেই পাখা চালিয়ে চাষের জমিতে জল ঢালছেন। দুজনেই সূর্যের হাত থেকে নিজেদের বাঁচাতে যে কৌশল অবলম্বন করেছে তা দেখে হাসির রোল নেটদুনিয়ায়। উল্লেখ্য ভিডিও'টি পাকিস্তানের বলেই দাবি করা হয়েছে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে 'blast_beat_music' নামের একটি পেজ থেকে। ভিডিওটি এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ দেখেছেন। যেখানে ভিডিওটি লাইক করেছেন ৬৬ হাজারেরও বেশি মানুষ। একইসঙ্গে এই ভিডিওতে মানুষজন নানান মজার মজার মন্তব্য করছেন। কেউ কেউ বলেন এমন দেশীয় উদ্ভাবনকে কুর্নিশ। কেউ কেউ বলে যে যিনি এই ধরণের আবিষ্কার করেছেন তাকে গান স্যালুট দেওয়া উচিত।