প্রিওয়েডিং শ্যুটে হেলিকপ্টার ভাড়া নেবেন? ঘণ্টা পিছু খরচ কত, জানেন ? চলছে বিয়ের সিজন। বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে কোন খামতি রাখতে চান না বর-কনে। বিয়ের আগে ফটোশুট থেকে বিয়ের দিন সেরা পোশাক, বিয়ের ভেন্যু সব কিছুতেই থাকে চমকের ছড়াছড়ি। সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে হবু দম্পতিকে প্রিওয়েডিং শ্যুটের জন্য হেলিকপ্টার ভাড়া করতে দেখা গিয়েছে। হেলকপ্টার ভাড়া করা আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন যদি আপনিও বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া করতে চান তাহলে জেনে নিন ঘন্টা পিছু কত টাকা খসবে।
হেলিকপ্টার বুকিং করা কঠিন কাজ নয়। আপনি অন্য যেকোন গাড়ির মত হেলিকপ্টার বুক করতে পারেন। এর জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনাকে শুধুমাত্র যে কোনো ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে গিয়ে এটি বুক করতে হবে। এখন এমন অনেক সংস্থা রয়েছে যারা এই ধরনের সুবিধা প্রদান করছে।
হেলিকপ্টারের ভাড়া নির্ধারণ করা হয় আসন, দূরত্ব ও ঘণ্টা অনুযায়ী। আজকাল যে হেলিকপ্টার ব্যবহার হচ্ছে তাতে পাইলটসহ তিনটি আসন রয়েছে। একই সঙ্গে দূরত্ব অনুযায়ী হেলিকপ্টারের ভাড়াও নির্ধারণ করা হয়। ঘন্টার পরিপ্রেক্ষিতে, আপনাকে ন্যূনতম ২ ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া দিতে হবে। আপনার যদি এর চেয়ে বেশি সময়ের প্রয়োজন হয়, আপনার ভাড়া প্রতি ঘন্টায় বাড়বে এবং আপনাকে প্রতি ঘন্টার ভিত্তিতে তা পরিশোধ করতে হবে।
একাধিক সংস্থার ওয়েব সাইটের তথ্য অনুসারে অন্তত দু ঘণ্টার জন্য হেলিকপ্টার বুক করতে হবে। খরচ পড়বে ২থেকে আড়াই লক্ষ টাকা। দুই ঘণ্টার বেশি সময়ের জন্য যদি আপনার হেলিকপ্টারের প্রয়োজন হয়, তাহলে এর জন্য প্রতি ঘণ্টায় ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত চার্জ প্রদান করতে হবে।