scorecardresearch

বড় খবর

করোনার মুখোমুখি দাঁড়াতে কী কী পরতে হচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের? দেখুন ভাইরাল ভিডিও

ভিডিও দেখে করোনা চিকিত্্সার সঙ্গে যুক্ত সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা।

করোনার মুখোমুখি দাঁড়াতে কী কী পরতে হচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের? দেখুন ভাইরাল ভিডিও

করোনার গ্রাস থেকে রক্ষা পেতে সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের পরতে হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকিউপমেন্ট(পিপিই)। এটি আপাতত তাঁদের কাছে রক্ষাকবচ। করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে গিয়ে তাদের সঙ্গে টানা বারো-চৌদ্দ ঘণ্টা কাটাচ্ছেন তাঁরা। করোনা থেকে বাঁচতে তাদের একটাই ভরসা পিপিই। কিন্তু, দিনের পর দিন এই পিপিই পরে থাকা যে কতটা কষ্টকর তা ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট।

ভিডিওটি শেয়ার করেছেন, ভুবেনশ্বরের এক মহিলা স্বাস্থ্যকর্মী। তিনি ফেসবুকের ফিচার মারফত জানিয়েছেন, এই পিপিই পরে রোগীদের সেবা করায় তিনি গর্বিত। ভিডিওটিতে দেখা যাচ্ছে, করোনার হাত থেকে বাঁচতে একের পর এক ইকিউপমেন্ট পরছেন তিনি। হাতে গ্লাভস, হ্যাজম্যাট, চোখে গ্লাস সহ আরও কত কী। যা দেখে করোনা চিকিত্্সার সঙ্গে যুক্ত সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা।

দেখুন ভাইরাল ভিডিও…

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: How to wear personal protective equipment ppe viral video