New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-135.jpg)
ভেবেই শিউরে উঠলেন অনেকেই....!
তীব্র দাবদাহে স্নানেই তৃপ্তি। ধরুণ আপনি বাথরুমে ঢুকেছেন স্নান করতে, ডাবল শাওয়ার খুলতেই শাওয়ারের মাথায় আপনার চোখ গেল আপনি দেখলেন বিশালাকারের একটি সাপ শাওয়ারে কুণ্ডলী পাকিয়ে রয়েছে সেই সময় কী করবেন আপনি? ভেবেই শিউরে উঠলেন?
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক ব্যক্তির সঙ্গে এমনই কিছু ঘটেছে যা এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। টয়লেটের ভিতরে স্নান করতে গিয়ে শাওয়ারের দিকে তাকাতেই চোখ ছানাবড়া। ঝরনার উপরে একটি বিশাল পাইথন। যা দেখে তিনি কার্যত দিশাহীন হয়ে পড়েন। র্যাটেল স্নেকটি শাওয়ারের ঠিক ওপরেই আরামে বসে আছে, আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি স্নেক ক্যাচারদের খবর দেন। তারা এসে সাপটিকে উদ্ধার করেন।
স্নেক ক্যাচিং-এর তরফে ফেসবুকে একটি পোস্টে লেখা হয়েছে, "টয়লেটে পাইথন! অক্সেনফোর্ডের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই দানব পাইথনলে। এরজন্য অ্যান্টনি জ্যাকসনকে ধন্যবাদ’। ছবিতে, ৬ ফুটের অজগরটিকে ঝরনার চারপাশে শরীর মুড়ে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে।