New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-176.jpg)
অসাধারণ মুহূর্ত
বন্য জীবনের অসাধারণ মুহূর্তগুলি তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে
অসাধারণ মুহূর্ত
সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। ওয়াইল্ড লাইফের নানান ভিডিও প্রতিদিন নেটদুনিয়ার দৌলতে আমাদের সামনে আসে। আজ এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা আপনার হুঁশ উড়িয়ে দিতে বাধ্য।
আজকের ভাইরাল ছবিগুলিতে চিতা হরিণকে শিকারের নেশায় মত্ত। অন্যদিকে ফটোগ্রাফার সেই বিরল মুহূর্তের ছবি তার ক্যামেরায় তুলেছেন। যা দেখে নজর স্থির সকলের। কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ থেকে কানাডিয়ান পেশাদার ফটোগ্রাফার জেফ্রি উ ক্যাপচার করেছেন এই রোমহর্ষক ফটোগ্রাফি।
দেখুন এক থাবায় শিকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা চিতার..
শিকারির থেকে পালানর মরিয়া চেষ্টা হরিণের..
চিতা তাড়া করা বন্ধ করেনি..
জেফরি উ’র ইনস্টাগ্রামে তিন হাজারেরও ফলোয়ার রয়েছে। বন্য জীবনের অসাধারণ মুহূর্তগুলি তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে, যা আপনাকে মুগ্ধ করে দেবে।