Advertisment

Air India: রীতিমত ধর্ম সংকটে পড়লেন এয়ার ইন্ডিয়ার যাত্রী, নিরামিষ খাবারে উঁকি দিচ্ছে লেগপিস, ধুন্ধুমার...

ভিরা জৈন নামে এক যাত্রি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কালিকট থেকে মুম্বই যাওয়ার পথে তিনি নিরামিষ খাবার অর্ডার করেন। নিরামিষের বদলে তাকে নন-ভেজ খাবার দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
air india"," chicken"," veg meal"," religion"," viral"," trending",

ভিরা জৈন নামে এক যাত্রি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কালিকট থেকে মুম্বই যাওয়ার পথে তিনি নিরামিষ খাবার অর্ডার করেন। নিরামিষের বদলে তাকে নন-ভেজ খাবার দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভেজ ফুডের অর্ডার দিয়ে মিলল ক্রাঞ্চি চিকেন। তাতেই ধুন্ধুমার। 'ধর্মসংকটে ফেলে দিলেন', এমনই অভিযোগ যাত্রির। ইতিমধ্যেই যাত্রির সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিরা জৈন নামে এক যাত্রি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কালিকট থেকে মুম্বই যান । যাত্রার সময় তিনি নিরামিষ খাবার অর্ডার করেন। নিরামিষের বদলে তাকে নন-ভেজ খাবার দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তিনি এয়ার ইন্ডিয়ার কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisment

এয়ার ইন্ডিয়ার বিমানে চাঞ্চল্যকর ঘটনা । কালিকট থেকে মুম্বইগামী এক যাত্রী অভিযোগ করেছেন যে ফ্লাইটে নিরামিষ খাবারের পরিবর্তে তাকে নন-ভেজ খাবার দেওয়া হয়েছিল। এই বিষয়ে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কাছে অভিযোগ দায়ের করেছেন ওই যাত্রী। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় পিএনআর নম্বর সহ খাবারের ছবি এবং অন্যান্য তথ্য শেয়ার করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ভিরা জৈন লিখেছেন, আমার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে AI582, আমাকে চিকেনের টুকরো দিয়ে নিরামিষ খাবার দেওয়া হয়েছিল! সঙ্গে তিনি তিনি ফ্লাইট নম্বর, পিএনআর এবং সিট নম্বরও শেয়ার করেছেন। তিনি বলেন যে তাকে আমিষ জাতীয় খাবার পরিবেশন করে তার অনুভূতিতে আঘাত লেগেছে।

তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, প্রথমে ফ্লাইট বিলম্বিত হয়েছিল। তারপর নিরামিষ খাবারের বদলে দেওয়া হল নন-ভেজ। এটা বেশ হতাশাজনক। এতে আমার অনুভূতিতে আঘাত লেগেছে। তিনি এয়ার ইন্ডিয়াকে ক্যাটারিং পরিষেবার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমি অন্য যাত্রীদের ফ্লাইটে কিছু খাওয়ার আগে চেক করার পরামর্শ দিতে চাই। আমি নন-ভেজ খাবার পরিবেশনের পর এয়ারলাইন কোম্পানিগুলোর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি।

ভিরা জৈন তার টুইটে ডিজিসিএ এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও ট্যাগ করেছেন এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এয়ার ইন্ডিয়াও তার অভিযোগের জবাব দিয়েছে। এয়ার ইন্ডিয়া জৈনকে টুইটের মাধ্যমে করা অভিযোগটি মুছে ফেলার জন্য এবং তাকে মেসেজ করে বিষয়টি সম্পর্কে জানানোর জন্য আবেদন করেছে।

Air India viral
Advertisment