কঠিন রোগে আক্রান্ত স্ত্রী। লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। অসুস্থ স্ত্রীর কাছে স্বামীর প্রশ্ন ‘তোমার শেষ ইচ্ছা কী’? উত্তরে চমকে উঠলেন স্বামী। আসলে হয়ত এমন উত্তর স্ত্রী’র কাছ থেকে প্রত্যাশাই করেন নি তিনি। যা শুনে তিনি নিজের চোখের জল ধরে রাখতে পারেন নি। সোশ্যাল মিডিয়ায় এমনই এক কাহিনী ভাইরাল। যা চমকে দিয়েছে সকলকেই।
অসুস্থ স্ত্রী তার স্বামীর কাছে এমনই কিছু আবদার করেন যা শুনে চমকে ওঠেন স্বামী। ‘একবার প্রাক্তনের কাঁধে মাথা রেখে একটু ঘুমাতে চাই’। উত্তর শুনেই বিড়াম্বনায় পড়েন স্বামী। এদিকে স্ত্রী লড়াই করছেন মৃত্যুর সঙ্গে এমন পরিস্থিতিতে কী করবেন তিনি? কী করা উচিৎ তার। তা নিয়ে তিনি বন্ধুদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন।
স্বামী লিখেছেন, “আমার স্ত্রীর একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। হাতে সময় মাত্র ৯ মাস। আমরা বহু বছর একসঙ্গে কাটিয়েছি। তাকে ছাড়া জীবন কল্পনাও করাও আমার কাছে কঠিন। তার জীবনের শেষ মুহূর্তগুলো যাতে আনন্দে কাটে তার চেষ্টা’ই সব সময় করে যাচ্ছি”।
স্বামী তাকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করতেই মহিলা তার শেষ ইচ্ছার কথা জানান স্বামীকে। হতবাক হয়ে যান স্বামী। আসলে স্ত্রী তার স্বামীকে বলেছিলেন, ‘তিনি প্রাক্তনের কাঁধে মাথা রেখে একবার ঘুমাতে চান’। স্ত্রীর শেষ ইচ্ছা জানার পর ভাবনায় পড়ে যান স্বামী। তিনি রেডডিটে ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেছিলেন তার এখন কী করা উচিত। উত্তরে সকলেই স্ত্রীর শেষ ইচ্ছাপূরণে স্বামীর পাশে থাকার কথা জানিয়েছেন।