New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/kitchen.jpg)
স্ত্রী বাড়ি আসার পর এমন রান্না ঘর দেখে হকচকিয়ে গেছে।
উদ্ভট মজা স্বামীর। যা সোশাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই বেশ পছন্দ হয়েছে নেট নাগরিকদের। কাজেই বুলেটের গতিতে ভাইরাল হচ্ছে এই ঘটনা। বউকে রাগাতে রান্না ঘর মুড়ে ফেলেছে র্যাপিং পেপার দিয়ে। হ্যাঁ ঠিকই পড়েছেন, গোটা রান্নাঘর শুধু নয় হাতা খুন্তি ডিম সমস্তটাই বড়দিনের র্যাপিং পেপার দিয়ে মুড়ে দিয়েছে।
স্ত্রী বাড়ি আসার পর এমন রান্না ঘর দেখে হকচকিয়ে গেছে। খুশি করতে পারেনি তাকে। কে বা এরকম কাজ কর্মে খুশি হয়। তবে এই ঘটনা মন কেড়েছে সোশাল মিডিয়ায়।