আমের মরশুমটা এসে গিয়েছে। গাছের আম পাকতে শুরু করে দিয়েছে। আম মানেই আম-বাঙালির কাছে জিভে জল আনা এক অনুভূতি। একটা আম কাটার পরে শুধু তার ফালি নয়, আঁটিটাও বাদ দেন না অনেকে। তবে, সম্প্রতি এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হতভম্ব হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনও উপায় থাকবে না আপনার।
Advertisment
গ্রীষ্মের আগমনে শুরু সঙ্গে সঙ্গে আমের চাহিদা বাজারে এখন তুঙ্গে। গাছ থেকে পারা কাঁচা আমের মজাই আলাদা। গাছ থেকে আম পারার এক ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। এক দম্পতিকে পার্কের ভিতরে তাদের সকালের হাঁটার সময় আম পারার চেষ্টা করতে দেখা গেছে। ঠিক সেই সময় এমন কিছু ঘটল যা দেখে হেসে খুন নেটিজেনরা।
ভিডিওতে, দেখা যাচ্ছে মর্নিং ওয়াকের সময় এক দম্পতি আম গাছে বড় আম দেখে থেমে যায় এবং তা পাড়ার চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন। আমের ডালের উচ্চতা বেশি হওয়ায় স্বামীকে স্ত্রীকে কোলে তুলে নিয়ে আম পারতে দেখা যায়। আর ঠিক সেই সময় ঘটে যায় ভয়ানক বিপত্তি। আম পারার চক্করে স্বামীর প্যান্ট কোমর থেকে খুলে যেতে দেখা যায়। ভিডিও দেখে হেসে খুন ব্যবহারকারীরা।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকে ক্রমশ ভাইরাল হচ্ছে। যা সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। খবর লেখার সময় পর্যন্ত এই ভিডিওটি ২৫ লক্ষের বেশি ভিউ হয়েছে। ব্যবহারকারীরা ক্রমাগত মজার প্রতিক্রিয়া দিচ্ছেন।