New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-143.jpg)
এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এক ব্যক্তিকে তার স্ত্রীকে নদীর জলে অনবরত চুবিয়ে চলেছেন এরপর চুলের মুঠি ধরে হাতে থাকা ডালপালা দিয়ে তাকে মেরেই চলেছেন স্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় মানুষজন নানান মজার পোস্ট শেয়ার করেন। কখনও ছবি আবার কখনও মজার নানান ভিডিও শেয়ার করা হয় এইসব পোস্টে। এই ভিডিওগুলোর মধ্যে কোন কোন ভিডিও মানুষজনের মন জয় করে নেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যা দেখে হাসির রোল নেটপাড়ায়। এই ভিডিওটি একজন স্বামী-স্ত্রীর। যেখানে স্ত্রী বারবার স্বামীকে নদীর জলে চুবিয়ে অবিরাম গাছের ডাল-পাতা দিয়ে মারছেন।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামীর ভূত থেকে মুক্তি পেতে স্ত্রী তাকে নদীতে নিয়ে গিয়ে বারবার চুবিয়ে হাতে থাকা ডাল-পালা দিয়ে মারধর করছেন স্ত্রী। এই ভিডিও দেখে হুঁশ হারিয়ে ফেলেছেন ব্যবহারকারীরা। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ক্রমশই ভাইরাল হয়ে যাচ্ছে ইন্টারনেটে। এই ভিডিওটি @Elchiki_hn নামের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ এটি দেখেছেন এবং মানুষজন বিভিন্ন মন্তব্য করেছেন ভিডিওটিতে। এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই এটি উপভোগ করবেন।
La cura para dejar de tomar pic.twitter.com/U7cj5cCwo9
— El Chiki (@Elchiki_hn) January 27, 2023
এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এক ব্যক্তিকে তার স্ত্রীকে নদীর জলে অনবরত চুবিয়ে চলেছেন এরপর চুলের মুঠি ধরে হাতে থাকা ডালপালা দিয়ে তাকে মেরেই চলেছেন স্ত্রী। ভিডিওটি শেয়ার করার পর মানুষ নানাভাবে মন্তব্য করছেন। কেউ কেউ এমনও বলেন, ‘স্বামীর ভূত তাড়ানোর জন্য স্ত্রী এমনটা করছেন’।