Advertisment

ঘরবন্দি মানুষ, শহরের খাঁ খাঁ রাস্তায় ঘুরছে চিতাবাঘ

তিনি শহরের মধ্যেই লুকিয়ে রয়েছেন বলে আন্দাজ করা হচ্ছে। এখনও তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে চিতাবাঘটিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বন্য জন্তুদের নাকি এখন ভ্রমণ স্থল হয়েছে শহরের রাস্তাঘাট। কারণ সেখানে কমেছে মানুষের বিচরণ। লকডাউনে এমনই বেশ কিছু সংবাদ শোনা যাচ্ছে। সম্প্রতি শুনশান রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল চিতাবাঘকে।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ শহরের প্রান্তে। মায়লারদেবপল্লী অঞ্চলে সাত নম্বর জাতীয় সড়কের কাছে শুয়ে থাকতে দেখা গিয়েছে ওই চিতাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে।

Advertisment

ইনি একাই যে মানবসভ্যতা ঘুরে দেখতে এসেছেন এমনটা নয়, শহরের অন্য প্রান্তে দেখা গিয়েছে আরেক বন্য জন্তুকে। প্রথমে ব্ল্যাক প্যান্থার বলে ঢি ঢি পরলেও পরে জানা যায় উনি সিভেট ক্যাট। গায়ের রঙ যার কুচকুচে কালো। বন দফতরের কর্মীরা তাঁকে ধরতে পারে।

তবে এখনও চিতাবাঘের হদিশ মেলেনি। তিনি শহরের মধ্যেই লুকিয়ে রয়েছেন বলে আন্দাজ করা হচ্ছে। এখনও তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে চিতাবাঘটিকে।

viral vir
Advertisment