New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-34.jpg)
গোটা ঘটনায় মুখ পুড়েছে Zomato-এর
এদিকে গোটা ঘটনায় মুখ পুড়েছে Zomato-এর।
গোটা ঘটনায় মুখ পুড়েছে Zomato-এর
সাধের বিরিয়ানিতে মিলল মরা টিকটিকি! আর এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে Zomato ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। হায়দরাবাদের এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছে Zomato
বাওয়ার্চি হোটেল থেকে অর্ডার করা চিকেন বিরিয়ানির মধ্যে একটি মৃত টিকটিকি। তা দেখেই চমকে ওঠেন গ্রাহক। সঙ্গে সঙ্গে গোটা ঘটনায় ফ্রেমবন্দী করেন। পরে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
জোমাটো থেকে অর্ডার দেওয়া চিকেন বিরিয়ানির মধ্যে মৃত টিকটিকি। পরিবারের সদস্যদের অভিযোগ, জোমাটোর দেওয়া বিরিয়ানিতে মিলেছে একটি মৃত টিকটিকি। বিরিয়ানিতে মৃত টিকটিকির ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে।
Live Lizard 🦎 seen in biryani
VishwaAditya from Amberpet (#Hyderabad)Order Chicken Biryani on Zomato from #Bawarchihotel Rtc crossroad.They Complained bt the management of #Bawarchi gave a careless reply The family alleged that the biryani brought by Zomoto Boy had a lizard. pic.twitter.com/yyPpfEpw1X— SHRA.1 JOURNALIST✍ (@shravanreporter) December 2, 2023
హైదరాబాద్ ఆర్టీసీ క్రాస్ రోడ్ లోనీ బావర్చి హోటల్లో చికెన్ బిర్యానిలో ప్రత్యక్షమైన బల్లి
అంబర్పేట డిడి కాలనీ కి చెందిన విశ్వ ఆదిత్య ఆన్లైన్లో జొమాటోలో చికెన్ బిర్యానికి ఆర్డర్
జొమోటో బాయ్ తీసుకువచ్చిన చికెన్ బిర్యానిలో బల్లి వచ్చిందని కుటుంబ సభ్యుల ఆరోపణ
బావర్చి యాజమాన్యం… pic.twitter.com/5h0x1fltiQ— Telugu Scribe (@TeluguScribe) December 2, 2023
এদিকে গোটা ঘটনায় মুখ পুড়েছে Zomato-এর। ঘটনার কথা তুলে ধরে একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুরূপ একটি ঘটনা সামনে আসে যেখান হায়দ্রাবাদের মেরিডিয়ান রেস্তোরাঁ থেকে অর্ডার করা মটন বিরিয়ানিতে মেলে একটি আরশোলা।