New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/Hansal-mehta.jpg)
কলকাতা মানে প্রেম, ডার্বি নিয়ে উন্মাদনা, রাজপথে মিছিল, অজগরের মত এগিয়ে যাওয়া হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, কালীঘাট, হলুদ ট্যাক্সি, ট্রাম, টানা রিকসা, শহর জুড়ে জমা জল, আরও কত কী! বহু বছর ধরে কলকাতার সংজ্ঞা বয়ে নিয়ে চলেছে এরা। পরিচালক হানসাল মেহেতার প্রেমের সম্পর্ক শহর কলকাতার সঙ্গে। হ্যাঁ, ৫১ বছর বয়সে কোনো মহিলা নয়, কলকাতার প্রেমে পড়েছেন পরিচালক। টুইট করে জানিয়েছেন সেই ভালোবাসার কথা। পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে 'KOLKATA' লিখে সেখান থেকেই শিল্পি এঁকে চলেছে কলকাতার একের পর এক ছবি। যা এক ঝলকে চিনিয়ে দবে শহর কলকাতাকে। পরিচালক নিজেই এঁকেছেন নাকি অন্য কোনো শিল্পির আঁকা সে বিষয়ে কিছু বলেননি হানসাল মেহেতা।
Kolkata I love you! pic.twitter.com/ZjEDRWPtoG
— Hansal Mehta (@mehtahansal) September 22, 2019
One of the world’s great cities. If you haven’t lived there, you have missed out on life.
— Pritish Nandy (@PritishNandy) September 22, 2019
One of the world’s great cities. If you haven’t lived there, you have missed out on life.
— Pritish Nandy (@PritishNandy) September 22, 2019
Waited patiently for Howrah Bridge!☺️
— Amit Singh (@_Amitksingh) September 22, 2019