Viral: খুব মিস করছি, ক্যান্সার আক্রান্ত দিদিমাকে দেখে হাপুস নয়নে কান্না নাতির, চোখে জল নেটপাড়ারও

নাতিকে এভাবে কাঁদতে দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেন না দিদিমা।

নাতিকে এভাবে কাঁদতে দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেন না দিদিমা।

author-image
IE Bangla Web Desk
New Update
"woman with cancer hugs grandchild"," world trending stories"," woman with cancer reunites with grandchild"

নাতিকে এভাবে কাঁদতে দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেন না দিদিমা।

ক্যানসারে আক্রান্ত দিদিমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল নাতি। আবেগঘন এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটি মানুষের চোখে জল এনে দিয়েছে।

Advertisment

মানুষের জীবনে সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কিছু বিশেষ সম্পর্ক জীবনের প্রতিটি পদক্ষেপে শক্তি জোগাতে সাহায্য করে। এমনই এক সম্পর্কের আবেগঘন ভিডিও সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে ক্যানসারে আক্রান্ত বৃদ্ধাকে বহুদিন পর দেখে কান্নায় ভেঙে পড়ল নাতি।

নাতিকে এভাবে কাঁদতে দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেন না দিদিমা। 'গুড নিউজ মুভমেন্ট' নামে একটি পেজ থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা- আই মিস ইউ! জানা গিয়েছে বৃদ্ধা যিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এবং চিকিৎসাজনিত কারণে তিনি দীর্ঘদিন প্রিয় নাতিকে দেখতে পাননি। দীর্ঘদিন পর নাতি যখন তাঁর সামনে আসে, তাকে দেখে কেঁদে ফেলে তখন নিজেও চোখের জল ধরে রাখতে পারে না ওই বৃদ্ধা।

ভাইরাল ক্লিপে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন এক বয়স্ক মহিলা। শিশুটি তার দিদিমাকে দেখার সঙ্গে সঙ্গে বাবার হাত ছেড়ে তাঁর কাছে ছুটে যায়। দুজনেই একে অপরের মুখ দেখে কেঁদে ফেলে। এই ভিডিওটি মানুষকে আবেগপ্রবণ করে তুলছে, যা এক লাখেরও বেশি বার লাইকের পাশাপাশি অজস্র মানুষ ভিডিওটিতে মন্তব্য করেছেন।

Advertisment

একজন ব্যক্তি এই ক্লিপে লিখেছেন - এটি প্রেমের গভীরতম, সবচেয়ে সুন্দর কোমল অভিজ্ঞতা। অপর একজন লিখেছেন নিরাপত্তা, সান্ত্বনা এবং ঘনিষ্ঠতার অনুভূতি প্রকাশ করে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন- আমি প্রার্থনা করি এই মহিলা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

Viral Video