New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-183.jpg)
মাথা ঠুকে মা’কে প্রণাম করতে দেখা যায় সেনা জওয়ানকে।
ছুটি পেয়ে বাড়িতে এসেই মা’রর পায়ে মাথা ঠুকে প্রণাম জওয়ানের, ভিডিও শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা। বুধবার শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে একটি খুব সুন্দর ভিডিও পোস্ট করেছেন। এখন এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। হৃদয় ছুঁয়ে যাওয়া এই ভিডিওটি দেখার পর, অনেকেই শুধু ভারতীয় সেনাদের শুধু নয়, সেই সঙ্গে তাদের পরিবারকেও স্যালুট জানাচ্ছেন।
হ্যাঁ, রোদ-বৃষ্টি, তুষারপাত সব প্রতিকূল পরিস্থিতিতেও দেশের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন সেনা জওয়ানরা। ভাইরাল হওয়া এই ভিডিও দেখা যাচ্ছে ছুটি উপলক্ষ্যে নিজের বাড়িতে ফিরেছেন এক সেনা জওয়ান। বাড়ি ফেরা মাত্রই যেভাবে তাকে স্বাগত জানানো হয়েছে তা অবশ্যই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
১৬ আগস্ট, আনন্দ মাহিন্দ্রা টুইট পোস্ট করেছেন। এই সংবাদ লেখা পর্যন্ত এই টুইটটি ৭ হাজারের বেশি লাইক এবং ১ লাখ ৬৪ হাজারের বেশি ভিউ হয়েছে। শ’য়ে শ’য়ে ব্যবহারকারী এই টুইটে মন্তব্য করেছেন।
If you want to understand the emotional connect between Indians and our Jawans who protect us, look no further than this video…. I salute this family… pic.twitter.com/HdcAGwU58f
— anand mahindra (@anandmahindra) August 16, 2023
এই ভিডিওটি ২.১৪ মিনিটের। ভিডিও’র শুরুতে, দেখা যায় গাড়ি থেকে নেমে একজন যুবক 'রেড কার্পেট' দিয়ে হেঁটে পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। তারপর প্রণাম করে বড়দের আশীর্বাদ নেন ওই সেনা জওয়ান। ভিডিও নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।