scorecardresearch

IAS হওয়ার লক্ষ্যে ২ বছর ছেড়ে থাকেন দুধের সন্তানকে, দুঁদে আমলার কাহিনী চমকে দেবে

অনু কুমারী তার দ্বিতীয় প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন।

Viral Photo, IAS Anu Kumari, Success Story, UPSC Exam, Sarkari Naukri, Anu Kumari IAS Twitter, UPSC With Job, Anu Kumari IAS Cadre, Anu Kumari IAS Rank,
২০১৭ সালে, অনু কুমারী তার দ্বিতীয় প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন।

অন্যতম কঠিন পরীক্ষা UPSC, সেরা পরীক্ষার্থী আর কঠিন প্রশ্নের গেঁড়োয় UPSC পরীক্ষা পাস করা সহজ কাজ নয়। UPSC পাস করে যারা IAS পদে আসীন হন তাদের জীবনের গল্প অনেকেই শুনতে আগ্রহী। তেমনই এক IAS-এর সাফল্যের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রত্যেকের আইএএস-এর সাফল্যের গল্প আলাদা। কঠিন পরিশ্রম আর জেদ-অধ্যাবসায়ের জেরে অবশেষে সফলতা পেয়েছেন আইএএস অনু কুমারীকে। এরজনু অনুকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে। আইএএস হওয়ার জন্য তাঁকে তার সন্তানের থেকে দূরে থাকতে হয়েছিল। সেই গল্প তিনি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন।

UPSC পরীক্ষার প্রস্তুতির জন্য IAS অনু কুমারীকে তার সন্তানের কাছ থেকে দু’বছর দূরে থাকতে হয়েছিল। অনু কুমারী প্রথম থেকেই পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিলেন। তিনি ভাল প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা লাভ করেন এবং তারপর তার কর্মজীবনেও সফলতা আসে। ৯ বছর ব্যাংকে চাকরি করার পর সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন। আইএএস অনু কুমারী সোশ্যাল মিডিয়া সাইট টুইটারে মাঝে মধ্যেই নানান অনুপ্রেরণামূলক কাহিণী শেয়ার করেন।

এবার তিনি নিজের জীবন যুদ্ধ সকলের সামনে নিয়ে এসেছেন। সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। এতে তিনি আইএএস ট্রেনিং ইনস্টিটিউট এলবিএসএনএএ-এর মেন গেটের সামনে দাঁড়িয়ে আছেন। ভাইরাল ছবিতে তাঁর সঙ্গে তাঁর বাবা-মা ও ছেলে ভিয়ানকেও দেখা যাচ্ছে। অনু, ২০১৮ ব্যাচের আইএএস অফিসার, কেরলের কান্নুরে কর্মরত রয়েছেন।

অনু যখন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার ছেলের বয়স ছিল মাত্র ৪ বছর। সেজন্য তিনি দুই বছরের জন্য ছেলেকে তার দিদার কাছে পাঠিয়ে দেন। ২০১৭ সালে, অনু কুমারী তার দ্বিতীয় প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি দ্বিতীয় স্থান অধিকার করে সকলকে চমকে দেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Ias anu kumari success story