Advertisment

IAS Athar Aamir Khan: বৃদ্ধ কাশ্মীরি পণ্ডিতকে সাহায্যে প্রাণপাত, মুসলিম IAS-এর মহানুভবতাকে কুর্নিশ নেটপাড়ার

স্থানীয় একটি নিউজ চ্যানেলের মাধ্যমে তিনি কাশ্মীরি পণ্ডিতের দুরাবস্থার কথা জানতে পারেন। তা জানতে পেরেই বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসেন এই আধিকারিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Athar Aamir Khan"," Athar Aamir Khan J&K IAS"," jammu kashmir IAS officer"," Athar Aamir Khan helps Kashmiri Pandit Pyare Lal"," Jammu Kashmir"," Athar Aamir Khan helps kashmiri pandit"," J&K news"," Pahalgam

স্থানীয় একটি নিউজ চ্যানেলের মাধ্যমে তিনি কাশ্মীরি পণ্ডিতের দুরাবস্থার কথা জানতে পারেন। তা জানতে পেরেই বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসেন তিনি।

বৃদ্ধ কাশ্মীরি পণ্ডিতকে সাহায্যের জন্য প্রাণপাত করলেন মুসলিম আইএএস। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছিল এক বৃদ্ধ কাশ্মীরি পণ্ডিতকে। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন আইএএস আতহার আমির খান।

Advertisment

আতহার আমির খান,বর্তমানে কুলগামের জেলা শাসক। স্থানীয় একটি নিউজ চ্যানেলের মাধ্যমে তিনি কাশ্মীরি পণ্ডিতের দুরাবস্থার কথা জানতে পারেন। তা জানতে পেরেই বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসেন তিনি।

এক্স (আগের টুইটারে) একটি পোস্টে আতহার আমির খান বলেছেন, "আমি আজ বৃদ্ধ কাশ্মীরি পণ্ডিতকে দেখতে গিয়েছিলাম। আমরা আমাদের সিনিয়র সিটিজেন হোমে তাঁর জন্য যথাযথ ব্যবস্থা করেছি। কিন্তু তিনি বারবার অনুরোধ করা সত্ত্বেও বাড়িঘর ছেড়ে রাজি হন নি। তাই আমরা তাঁর বাড়িতেই প্রয়োজনীয় সব ব্যবস্থা করছি।"

Athar Aamir Khan
বৃদ্ধ কাশ্মীরি পণ্ডিতকে সাহায্যের জন্য প্রাণপাত করলেন মুসলিম আইএএস।

তিনি তাঁর পোস্টে আরও জানিয়েছেন, জরাজীর্ণ বাড়িটি মেরামতের দরকার। যা করা হবে। পাশাপাশি ওই দিন বৃদ্ধের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছিল। একজন চিকিৎসক নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন। তাঁর জন্য রেশন, বিছানা, কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। আমাদের জেলা সমাজকল্যাণ আধিকারিক তার প্রতিদিনের যত্নের বিষয়ে নজর রাখবেন”। আতহার আমির খান ২০১৫ সালে সিভিল সার্ভিসেস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। তাঁর মহানুভবতাকে ধন্য ধন্য করছেন সকলেই।

viral
Advertisment