IAS Viral: স্বপ্ন যখন বাস্তব…! ১৫ বছরের দীর্ঘ জার্নি তুলে ধরলেন IAS আধিকারিক

আইএএস আধিকারিক অবনীশ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে স্বপ্নের দিনগুলি থেকে IAS-এর স্বপ্নপূরণের মাধ্যমে সাফল্যের কাহিনী তুলে ধরেছেন।

আইএএস আধিকারিক অবনীশ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে স্বপ্নের দিনগুলি থেকে IAS-এর স্বপ্নপূরণের মাধ্যমে সাফল্যের কাহিনী তুলে ধরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
civil service aspirant, IAS officer Awanish Sharan, IAS Awanish Sharan, IAS Awanish Sharan post, IAS Awanish Sharan post viral, IAS Awanish Sharan viral post, IAS Awanish Sharan new post, trending post, viral post, success story, success journey, inspiring post, throwback photo, IAS Awanish Sharan throwback photo"

আইএএস আধিকারিক অবনীশ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে স্বপ্নের দিনগুলি থেকে IAS-এর স্বপ্নপূরণের মাধ্যমে সাফল্যের কাহিনী তুলে ধরেছেন।

১৫ বছর আগে চোখে ছিল IAS হওয়ার স্বপ্ন। আজ তা বাস্তব। সাফল্যের যাত্রা তুলে ধরলেন পুরনো ছবির মাধ্যমে, আইএএস আধিকারিকের পোস্ট ভাইরাল৷ পোস্টে দুটি ছবি পাশাপাশি তুলে ধরা হয়েছে। একটি ১৫ বছর আগের। আর একটি বর্তমান সময়ের।
আইএএস আধিকারিক অবনীশ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে স্বপ্নের দিনগুলি থেকে IAS-এর স্বপ্নপূরণের মাধ্যমে সাফল্যের কাহিনী তুলে ধরেছেন।

Advertisment

পোস্টে দুটি ছবি পাশাপাশি তুলনা করা হয়েছে। যাতে ১৫ বছর আগে সাফল্যের জন্য সংগ্রামের ছবি তুলে ধরার পাশাপাশি অপর ছবিতে ছত্তিশগড়ের বিলাসপুরের জেলা ম্যাজিস্ট্রেটের পদমর্যাদার আসীন থাকতে দেখা গিয়েছে আইএএস অবনীশ শরণকে।

তাঁর এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়। ৭৬ হাজারেরও বেশি ভিউ এবং মানুষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছে তাঁর পোস্টটি। অনেকেই তাঁর এই অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করার জন্য আইএএস আধিকারিককে ধন্যবাদ দিয়েছেন। অনেকে আবার তাঁকে তাঁর সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে।

Advertisment

একজন ব্যবহারকারী বলেছেন, "আপনি সকল প্রার্থীদের জন্য একটি মহান অনুপ্রেরণা।" আরেকজন মন্তব্য করেছেন, এই ছবি দেখে আমার আত্মবিশ্বাস আবার বেড়েছে।

viral IAS