১০ বারের বেশি ব্যর্থ হয়েও হাল ছাড়েননি তিনি, IAS হয়ে গড়লেন নজির। সাফল্যের এই কাহিনী ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেট জুড়ে IAS এই আধিকারিকের সাফল্যের গল্প ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
হাজার হাজার পড়ুয়ার স্বপ্ন UPSC। কঠিন এই পরীক্ষায় সফল হতে প্রয়োজন কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়। খুব কম সংখ্যক পড়ুয়াই UPSC-এর মত কঠিন পরীক্ষায় কৃতকার্য হতে পারেন। তবে একবারের ব্যর্থতায় হাল ছাড়লে চলবে না। সম্প্রতি একআইএএস অফিসারের একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি নিজেই তা সকলের সঙ্গে শেয়ার করেছেন এবং জানিয়েছেন কতবার এবং কোন বিষয়ে তিনি ফেল করেছিলেন।
যে কোন পরীক্ষায় ফেল করাটা হতাশার। কিন্তু, যে ব্যক্তি ১৩ বার ব্যর্থ হয়েও খিদেটা নিজের ভিতরে পুষে রেখেছিলেন সেই তো জীবন যুদ্ধের সত্যিকরের বাজিগর! ফেল করেছেন ঠিক তার পরই প্রতিবারই নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। অবশেষে, তিনি UPSC পরীক্ষায় পাস করেন এবং IAS হয়ে নিজের লক্ষ্য পূরণ করেন।
তার এই টুইটে অনেক ব্যবহারকারী তাদের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। অনেকেই এই টুইটটিকে অনুপ্রেরণামূলক বলে বর্ণনা করেছেন। যারা আজকাল পরীক্ষায় ফেল করেছেন বা অনেক চেষ্টা করেও সফল হতে পারেননি, তাদের সবার জন্য এই টুইটটি নতুন আশার আলো বলেও উল্লেখ করেছেন অনেকেই।
আইএএস অবনীশ শরণ ২০০৯ ছত্তিশগড় ক্যাডারের IAS আধিকারিক। তিনি প্রায়ই অনুপ্রেরণামূলক টুইট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, এবার তিনি টুইট করে মানুষকে জানিয়েছেন তার ব্যর্থতার গল্প। এই টুইটে, তিনি জানিয়েছেন ১৩ বার ব্যার্থতার পরও তার সাফল্যের কাহিনী।
এর আগেও, অবনীশ শরণ লাইমলাইটে এসেছিলেন যখন তিনি তার দশম শ্রেণীর মার্কশিট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। IAS অবনীশ দশমে তৃতীয় বিভাগে পাস করেছিলেন।