Advertisment

IAS Viral:পরাজয় শেষে জয়ের গল্প! UPSC-এর কঠিন জার্নি তুলে ধরে লাখো মানুষকে অনুপ্রেরণা জোগালেন এই IAS

আইএএস আধিকারিক তার UPSC সিভিল সার্ভিস ২০০৭ মেইন পরীক্ষার মার্কশিটের একটি ছবি শেয়ার করে কঠোর পরিশ্রমের কাহিনী তুলে ধরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
IAS officer Sonal Goel"," IAS officer news"," sonal goel shares marksheet"," sonal goel news"," IAS officer Sonal Goel UPSC marksheet

পরাজয় শেষে জয়ের গল্প! ইউপিএসসি-এর কঠিন জার্নি তুলে ধরে মন জিতলেন এই IAS

আইএএস আধিকারিক তার ইউপিএসসি মেইনস মার্কশিট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। পরাজয়ের পর জয়ের গল্প অনুপ্রাণিত করেছে সকলকেই।

Advertisment

ইউপিএসসি-তে সফল হওয়া সকল শিক্ষার্থীর কাছে একটা স্বপ্ন। যদিও অনেকেই ইউপিএসসি-র জন্য তৈরি হয়। তবুও সাফল্যের হার হাতেগোনা। পরীক্ষায় সাফল্যের পর অনেকেই তাঁদের ইউপিএসসি-এর কঠিন জার্নি শেয়ার করেন সকলের সঙ্গে যা অনেকের কাছে অনুপ্রেরণার।

আইএএস আধিকারিক সোনাল গোয়েল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অনুপ্রেরণামূলক পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি সিভিল সার্ভিসের স্বপ্নকে পূরণ করতে তাঁর কঠোর পরিশ্রমের কাহিনী তুলে ধরেছেন। যাত্রা সম্পর্কে এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই পোস্টে তিনি তার প্রাথমিক ব্যর্থতা থেকে 'UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায়' চূড়ান্ত সাফল্য পর্যন্ত তার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

আইএএস আধিকারিক তার UPSC সিভিল সার্ভিস ২০০৭ মেইন পরীক্ষার মার্কশিটের একটি ছবি ২১ ফেব্রুয়ারি X-এ পোস্ট করেছেন। জেনারেল স্টাডিজের পেপারে কম নম্বর থাকায় প্রথম চেষ্টায় ইন্টারভিউয়ের ডাক পাননি। যাইহোক, তা সত্ত্বেও তিনি থেমে যান নি। দ্বিতীয় প্রচেষ্টায় তার স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তিনি।

তিনি তার পোস্টে লিখেছেন- 'যখন আমি আমার UPSC Civil Services ২০০৭-এর মেইন পরীক্ষার মার্কশিট পেলাম, তখন একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই মার্কশিট আমাকে সেই চ্যালেঞ্জ এবং সাফল্যের কথা মনে করিয়ে দেয়। আমি পরীক্ষার্থীদের বলতে চাই যে আমার প্রথমবারের চেষ্টায় জেনারেল স্টাডিজে কম নম্বরের কারণে আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। কিন্তু এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে তৈরি করি। আরও কঠোর পরিশ্রম করি। এই ব্যার্থতা UPSC পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে আমাকে অনুপ্রাণিত করেছিল'।

আমার দ্বিতীয় প্রচেষ্টায়, আমি শুধু পরীক্ষায় উত্তীর্ণ হইনি, জেনারেল স্টাডিজে আমার নম্বরও অনেকটাই বেশি ছিল। তিনি লিখেছেন প্রতিটি ব্যর্থতা শেখার, মানিয়ে নেওয়ার এবং শেষ পর্যন্ত সফল হওয়ার সুযোগ এনে দেয়।

খবর লেখা পর্যন্ত এই পোস্টটি ৫০ হাজারের বেশি ভিউ হয়েছে। এছাড়াও, অনেক ব্যবহারকারী আইএএস আধিকারিকের চেষ্টার প্রশংসা করেছেন। এছাড়াও তার গল্পকে 'অনুপ্রেরণামূলক' বলে বর্ণনা করেছেন।

IAS viral
Advertisment