Advertisment

দূষণ গ্রাসে গোটা বিশ্ব, বাদ নেই মাউন্ট এভারেস্টও, ভিডিও দেখে চমকে উঠলো নেটপাড়া

মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ।

author-image
IE Bangla Web Desk
New Update
viral video, mount everest video, garbage dumped in everes

দূষণ গ্রাসে গোটা বিশ্ব। বাদ নেই মাউন্ট এভারেস্টও। চমকে উঠলেন। হ্যাঁ এটাই সত্যি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবি ভাইরাল হয়েছে যা দেখে আপনার চোখও ছানাবড়া হতে বাধ্য। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ। পড়ে রয়েছে প্লাস্টিক, খাবারের প্যাকেট। ফলের খোসা সহ একাধিক আবর্জনা। ছবিটি ট্যুইটারে শেয়ার করেছে আইএএস আধিকারিক সুপ্রিয়া শাহু। তিনি এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘ দুষণের কবলে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পও’।

Advertisment

যখনই আমরা কোনো জায়গায় যাই, তা সে দেশের মধ্যে কোন জায়গা হোক অথবা ভারতের বাইরে  আমাদের দায়িত্ব হল পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আমাদের কাছে প্রত্যাশিত।  পর্বতারোহীদের কাছে মাউন্ট এভারেস্টের জয় যেন এক স্বপ্ন।  সুতরাং মাউন্ট এভারেস্টকে দূষণ মুক্ত রাখার দায়ভার অনেকটাই তাদের ওপর বর্তায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সম্পূর্ণভাবে এর বিপরীত দৃশ্য দেখায়।

এএস আধিকারিক সুপ্রিয়া সাহু একটি হৃদয়বিদারক ভিডিও শেয়ার করেছেন, যেখানে মাউন্ট এভারেস্টের একটি বেস ক্যাম্পে আবর্জনা এবং প্লাস্টিক বর্জ্যে ভরপুর থাকতে দেখা যায়। ভিডিওটি একজন পর্বতারোহী রেকর্ড করেছেন। পরে সেটি ভাইরাল হয়। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে “যখন মানুষ মাউন্ট এভারেস্টকেও তাদের আবর্জনা এবং প্লাস্টিক দূষণ থেকে রেহাই দেয় না। সত্যিই হৃদয়বিদারক”।

ভিডিওটি দেখার পর তিনি ইন্টারনেটে মানুষজন বেশ ক্ষুব্ধ।  তারা এটিকে "ভয়াবহ দৃশ্য" বলে অভিহিত করেছে। সেই সঙ্গে এমন ঘটনাকে সত্যিই দুঃখজনক বলেও উল্লেখ করেছেন নেটিজেনরা। .. যত তাড়াতাড়ি সম্ভব দুষণ প্রতিরোধ করার জন্য কিছু আইন আনা দরকার,” একজন ব্যবহারকারী লিখেছেন। অপর এক ইউজার লিখেছেন, "প্রকৃতিকে সংরক্ষণ করতে হলে কিছু এলাকা মানুষের ধরা ছোঁয়ার বাইরে রাখা উচিত’

Viral Video
Advertisment