New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-131.jpg)
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে IAS অবনীশ শরণ।
বিদেশের মাটিতে ডিগ্রি জয়েই কোটি কোটি ভারতীয়র মন জিতে নিল এক ভারতীয় ছাত্র। বিদেশে পড়াশুনা করতে গেলেও দেশের প্রতি ভালবাসা, শ্রদ্ধা আজও অটুট রয়েছে তার।
ভারতীয় পতাকা হাতে ধরে মঞ্চে সকলের সামনে তিনি তার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সারটিফিকেট নিয়েছেন। আর এই ভিডিও অনুপ্রাণিত করেছে হাজার হাজার মানুষকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে IAS অবনীশ শরণ। তিনি এই ভিডিও শেয়ার করে লিখেছেন ‘বিদেশের মাটিতে ডিগ্রি জয়েই এই ভারতীয় জিতে নিয়েছেন আসমুদ্র হিমাচলের মন’।
ট্যুইটারে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ছাত্র একটি বিদেশী বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের পরে গর্বিতভাবে ভারতীয় পতাকা উত্তোলন করছেন। কৃতিত্ব এবং দেশপ্রেমের শক্তিশালী মিশ্রণ মানুষের মন জয় করেছে।
He got a degree and won millions heart.❤️ pic.twitter.com/sX25GC9pZI
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) August 11, 2023
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই ছড়িয়ে পড়েছে দেশপ্রেম। ভিডিওটি বিজয় এবং ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। তুলে ধরেছে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে।