Viral: আহত হরিণের সুস্থতায় প্রাণপাত, চিকিৎসকদের মহানুভবতাকে কুর্নিশ IAS আধিকারিকের

সফল অস্ত্রোপচারের পর এখন আবার হরিণটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে।

সফল অস্ত্রোপচারের পর এখন আবার হরিণটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে।

author-image
IE Bangla Web Desk
New Update
supriya sahu"," ias officer"," viral post"," spotted deer"," chennai"," trending"," rescue",

আহত হরিণের সুস্থতায় প্রাণপাত, চিকিৎসকদের মহানুভবতাকে কুর্নিশ IAS আধিকারিকের

মারাত্মক চোট পেয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলেছিল একটি হরিণ। তাকে উদ্ধার করে অস্ত্রোপচার করেন একদল চিকিৎসক। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ফের হাঁটার শক্তি ফিরে পেয়েছে হরিণটি। এমন ঘটনার জন্য একটি সোশ্যাল মিডিয়া পোস্টে চিকিৎসকদের মহানুভবতাকে ধন্য ধন্য করেছেন আইএএস আধিকারিক। চেন্নাইয়ের সেই চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Advertisment

X-এ আইএএস সুপ্রিয়া সাহুর শেয়ার করা পোস্ট অনুসারে, 'হরিণটিকে একটি পা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছিল, ঠিকমতো হাঁটতে পারছিল না সে। পশুচিকিত্সকদের ঐকান্তিক প্রচেষ্টায় ফের নতুন করে হাঁটতে পারছে হরিণটি'। মর্মস্পর্শী এই কাহিনী আইএএস আধিকারিক সুপ্রিয়া সাহু শেয়ার করতেই তা ভাইরাল হয়। ঘটনাটি আন্না জুলজিক্যাল পার্কের।

সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে ডাঃ শ্রীধরের নেতৃত্বে, পশুচিকিত্সকদের একটি দল দলটি হরিণের ভাঙা হাড় জুড়তে সূক্ষ্ম অস্ত্রোপচার করেন। সফল অস্ত্রোপচারের পর এখন আবার হরিণটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে। মন জুড়িয়ে যাওয়া এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলেই চিকিৎসকদলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

viral