Advertisment

Success Story: ছাগল প্রতিপালন করে ছেলেকে মানুষ, UPSC-তে সফল হয়ে মা'কে বিরাট উপহার বিশালের

ছেলের সাফল্যে চোখের জল ধরে রাখতে পারলেন না মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Upsc vishal kumar, vishal kumar upsc, vishal kumar muzaffarpur upsc, vishal kumar ias, vishal kumar muzaffarpur, upsc topper, upsc topper 2021, upsc topper 2021 list, upsc topper list, upsc success story

ছাগল প্রতিপালন করে ছেলেকে মানুষ, UPSC-তে সফল হয়ে মা'কে বিরাট উপহার বিশালের

সংসার চালাতে ছাগল প্রতিপালন করতেন না। পড়াশুনার খরচ চালাতেন শিক্ষকরা। চরম দারিদ্রতাকে উপেক্ষা করে অদম্য জেদ আর ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে UPSC-তে সফল হয়ে সবাইকে চমকে দিয়েছেন এই যুবক। ২০০৮ সালে বাবা প্রয়াত হন বিশালের। তারপর থেকে সংসারে নেমে আসে চরম অন্ধকার। সংসার চালাতে হিমশিম খেতে হয় মাকে। সংসার চালানোর জন্য তিনি ছাগল প্রতিপালন করতেন। আর অবশেষে ছেলের সাফল্যে চোখের জল ধরে রাখতে পারেন নি মা। UPSC তে বিরাট সাফল্য অর্জন করেছেন বিশাল।

Advertisment

কীভাবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কোন কাজ করলে লক্ষ্য অর্জন করা যায় তারই যেন এ এক জ্বলন্ত উদাহরণ। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রমাণ করেছে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

বিহারের মুজাফফরপুর জেলার বাসিন্দা বিশাল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২১-এ ৪৮৪ তম স্থান অর্জন করেছেন। তাঁর সাফল্যে গ্রাক জুড়ে যেন উৎসবের আমেজ। বিশালের মা রীনা দেবী ছাগল প্রতিপালন করে সংসার চালাতেন।

বিশাল তাঁর এই সাফল্যের পুরো কৃতিত্ব তার পরিবার এবং তার শিক্ষক গৌরী শঙ্কর প্রসাদকে দিয়েছেন। বিশাল জানিয়েছেন, গৌরী শঙ্কর তাকে কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বারে বারে।

২০১১ সালে বোর্ড পরীক্ষায় পাস করে ২০১৩ সালে আইআইটি কানপুরে ভর্তি হন বিশাল। এখান থেকে পাস করার পর বিশাল রিলায়েন্স-এ চাকরিতে যোগ দেন। শিক্ষিক গৌরী শঙ্করের ছাত্রের এই সাফল্যে জানিয়েছে, 'বিশাল প্রথম থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। তার বাবার মৃত্যুর পর, দিশেহারা হয়ে যায় পরিবার। কঠোর পরিশ্রম শুরু করে বিশাল ও তার মা। সেই পরিশ্রমের ফল আজ এই সাফল্য।

viral
Advertisment