রেসিপি জানতে লম্বা লাইন, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল 'আইসক্রিম ধোসা', দেখুন video

'আইসক্রিম ধোসা'ও এখন ‘অদ্ভুত খাবারের কম্বিনেশনের’ তালিকায় উঠে এসেছে।

'আইসক্রিম ধোসা'ও এখন ‘অদ্ভুত খাবারের কম্বিনেশনের’ তালিকায় উঠে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ice Cream Dosa, Ice Cream Dosa Viral Video, Ice Cream Dosa Video Viral, Ice Cream Dosa Video, Ice Cream Dosa, Trending News, Viral Video, Video Viral, Weird Food Combos, Weird Food Combo, Weird Food Combinations,

সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হয় খাবারের হরেক রেসিপি, তা বেশি রসিয়ে উপভোগও করেন নেটিজেনরা। তালিকায় রয়েছে গুলাব জামুন পাকোড়া, ম্যাগি আইসক্রিম রোল, মোমো আইসক্রিম রোল, ফ্যান্টা ম্যাগি আরও কত কী…! অনেকই সাউথ ইন্ডিয়ান খাবার খেতে দারুণ পছন্দ করেন। ইডলি সাম্বার হোক বা মসলা ধোসা তালিকার একেবারে শীর্ষে রয়েছে। সম্প্রতি ধোসা নিয়ে এমন এক রেসিপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে আপনি একেবারে হতবম্ভ হয়ে যাবেন।

Advertisment

আপনি কি কখনও ধোসা এবং আইসক্রিম একসঙ্গে খাওয়ার কথা ভেবেছেন? বোধহয় ভাবেন নি। আইসক্রিম এবং ধোসার সংমিশ্রনের এক আজব রেসিপি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন।  

একজন টুইটার ব্যবহারকারী আইসক্রিম ধোসা বানানোর একটি ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন। হ্যাঁ ঠিকই শুনছেন। আইসক্রিম ও ধোসা একসঙ্গে করে তিনি তৈরি করেছেন 'আইসক্রিম ধোসা'। এই ভিডিও নিয়ে মানুষজন নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী বলেছেন যে "এটি যিনি তৈরি করেছেন তাকে জেলে ভরা উচিৎ”। অন্য একজন ব্যবহারকারী বলেছেন যে "এই ব্যক্তিকে জেলে রাখুন.. অন্যথায় এই ভাইরাসটি সারা ভারতে ছড়িয়ে পড়বে"।

Advertisment

কিছু ব্যবহারকারী প্রশংসা করেছেন

এই ভিডিওটি @byomkeshbakshy নামের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত সাত লাখ মানুষ এই ভিডিও দেখেছেন। কিছু ব্যবহারকারী এই রেসিপির প্রশংসা করছেন, আবার কিছু লোকের মধ্যে এটি নিয়ে বিরক্তিও দেখা গেছে। 'আইসক্রিম ধোসা'ও এখন ‘অদ্ভুত খাবারের কম্বিনেশনের’ তালিকায় উঠে এসেছে। এখন দেখতে হবে ভবিষ্যতে আরও কী অদ্ভুত খাবারের সমাহার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

Viral Video