New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-96.jpg)
গাঁদাফুল দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি চূড়ান্ত ভাইরাল।
গাঁদাফুল দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি চূড়ান্ত ভাইরাল।
গাঁদাফুল দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি চূড়ান্ত ভাইরাল।
ইন্টারনেটের দুনিয়ায় হামেশাই ভাইরাল হয় অজানা কতই না রেসিপি। কখনও নতুন স্বাদের অমলেট থেকে শুরু করে পিৎজার হরেক রেসিপি। সম্প্রতি কিন্তু ফুল দিয়ে কুলফি বানানোর ভিডিও দাবানলের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাও আবার যেমন তেমন নয় গাঁদাফুল দিয়ে কুলফি বানিয়ে ভাইরাল এক তরুণী।
পুজোর আচার অনুষ্ঠানে হলুদ-কমলা গাঁদা দিয়ে ঘর সাজানোর দৃশ্য সকলের পরিচিত। গাঁদাফুল দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি চূড়ান্ত ভাইরাল। ভিডিওতে তরুণীকে হাতে ধরে রেসিপি শেখাতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে গাঁদাফুলগুলিকে প্রথমে গরম জল তার পর ঠান্ডা জলে ভাল করে ধুয়ে তা দিয়ে কুলফি আইসক্রিম বানাচ্ছেন ওই মহিলা। সঙ্গে রয়েছেও দুধ, ক্রিম, চিনি, মশলা, আরও কত কী? মহিলাকে দেখা যায়, তাঁর বানানো আইসক্রিম নিজেই চেখে দেখতে।
এদিকে গাঁদা কুলফির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে নেটিজেনরা ভিডিওটি দেখে আঁতকে উঠেছেন।