New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Ice-lEAD.jpg)
কোথায় এই বরফের সুনামি হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি। তবে মাত্র নয় ঘণ্টার মধ্যে এই ভিডিওতে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ময়দান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে বরফের সুনামি। পাড়ে এসে আছড়ে পড়ছে চাঁই চাঁই বরফ। শ্লথ গতি হলেও ভয়ঙ্কর তার রূপ। কোথায় এই সুনামি হয়েছে তা এখনও জানা যায়নি। নয় ঘণ্টার মধ্যে এই ভিডিওতে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ময়দান। ইতিমধ্যে দর্শক সংখ্যা ছাড়িয়েছে ৯৭ হাজার, পাশাপাশি ৫ হাজার লাইক ও প্রায় দুই হাজার রিটুইট করা হয়েছে।
সাধারণত মেরু অঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য, ও কানাডার ম্যানিটোবা প্রদেশে এই দৃশ্য দেখা যায়। যেখানে সমুদ্রপাড়ে রাশি রাশি বরফ ঢেউয়ের আকারে আছড়ে পড়ে। এবং ভেঙে চুরমার হয়ে যায়। যা দেখে মনে হতেই পারে এ যেন বৈজ্ঞানিক কল্পকাহিনির দৃশ্য। ক্রমশ লোকালয়ে ঢুকে আসছে সেই বরফের চাঁই। দেখুন ভিডিও...
আরও পড়ুন: গভীর জল থেকে হঠাৎই উঠে এল ‘মানুষমুখো মাছ’! ভিডিও নিয়ে তোলপাড় সোশাল মিডিয়া
Ice tsunami pic.twitter.com/hYBHmY4933
— The Unexplained (@Unexplained) November 10, 2019