Advertisment

প্রেমিককে দেখে খুশিতে আত্মহারা! বিমানবন্দরে নেচেই মন জয়, মিষ্টি প্রেমের ভিডিও ভাইরাল

নেচেই প্রেমিকের মন জয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral News, Viral Funny Photo, Funny Video Viral, Funny Photos Viral, Social Media Funny Photos, Social Media Funny Videos, Trending Content, Bizarre News, OMG News, Weird News, Woman Dancing on Airport, Indian Woman Dancing on Airport, Woman Dancing on Airport Video, Indian Woman Dancing on Airport, Girlfriend Dancing on Airport For Boyfriend, Canada, Canada News,

প্রেমিককে দেখে খুশিতে আত্মহারা! বিমানবন্দরেই নাচ তরুণীর, মিষ্টি প্রেমের ভিডিও ভাইরাল

মানুষ ভালবাসা প্রকাশ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। বিশেষ করে কাছের মানুষকে বহুদিন পর চোখের সামনে দেখলে মন এমনিতেই খুশিতে নেচে ওঠে। নিজের প্রিয় মানুষকে বিমানবন্দরে দেখে আবেগকে ধরে রাখতে পারলেন না তরুণী। ভালবাসার এই ভিডিও ভাইরাল হতেই তা  লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

Advertisment

দূরত্ব কখনই সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না যদি তাতে সত্যিকরের ভালবাসা থেকে। প্রেমিকের সঙ্গে বহুদিন পর দেখা করার সময় এমন তরুণী এমনই কিছু করেছেন, যার কারণে ভিডিওটি এখন ভাইরাল হয়েছে। আসলে বহুদিন পর বান্ধবীর সঙ্গে কানাডায় দেখা করতে গিয়েছে তরুণীর প্রেমিক। নিজের ভালবাসার মানুষকে দেখেই খুশিতে মন নেচে ওঠে তরুণীর। যার বহিঃপ্রকাশও তিনি করেন নাচের মধ্যে দিয়ে। 

প্রেমিককে বিমানবন্দরে দেখে খুশিতে নাচতে শুরু করেন তিনি।  ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করা মেয়েটির নাম নিক্কি শাহ। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে  এক যুবক তার লাগেজ নিয়ে বিমানবন্দরে হেঁটে আসছেন। বিমানবন্দর থেকে বেরোনোর ​​পথে কয়েকজন বন্ধু বান্ধব তাকে ওয়েলকাম করতে আসেন।  কিছুক্ষণ পর, সে তার বান্ধবীকে দেখতে পায়, তাদের দুজনকে দেখলেই বোঝা যায় তারা একে অপরকে কতটা ভালোবাসে।

এর পর প্রেমিকা খুশিতে নাচতে শুরু করেন। এ সময় ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে শেরশাহ সিনেমার 'রাতা লাম্বিয়া' গানটি। ভিডিওটি মাত্র কয়েকদিন আগে শেয়ার করা হলেও এখন পর্যন্ত এটি দেখেছেন ৩৩ লাখেরও বেশি মানুষ। আপনিও এই ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।

viral
Advertisment