প্রাণের ঝুঁকি নিয়ে স্রোতে ভেসে যাওয়া শাবককে উদ্ধার করল মা হাতি, দেখুন ভিডিও

উত্তরবঙ্গের নাগরাকাটার কাছে ঘটে যাওয়া এই ভিডিও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

উত্তরবঙ্গের নাগরাকাটার কাছে ঘটে যাওয়া এই ভিডিও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mother elephant, saves, baby, elephant, drowning, river, viral, video, ifs officer, twitter

উত্তরবঙ্গের নাগরাকাটার কাছে ঘটে যাওয়া এই ভিডিও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

মায়ের ভালবাসার কোন বিকল্প হয়না। তা সে মানুষই হোক অথবা অন্য কোন প্রাণীর। সন্তানকে বুকে আগলে রাখেন মা। বিপদ আপদ যাতে সন্তানকে কোন ভাবেই ছুঁতে না পারে তার জন্য নিজের প্রাণপাত করেন মা।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিও যাতে দেখা গিয়েছে প্রবল খরস্রোতা নদী পেরোতে গিয়ে ঢেউয়ে প্রায় তলিয়ে যাচ্ছিল একটি হস্তি শাবক। এই দৃশ্য দেখেই তড়িঘড়ি সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন মা।

প্রায় স্রোতে ভেসে সন্তানের কাছে পৌঁছে তাকে শুঁড়ে করে আগলে ধরে রাখেন মা। শেষ পর্যন্ত হস্তি শাবকটি পাড়ে উঠতে সক্ষম হয়। শিশুসন্তানকে নিরাপদে পাড়ে তুলে শেষ পর্যন্ত মা হাতি পাড়ে উঠে আসে।  

Advertisment

আরও পড়ুন: <দ্রৌপদী মুর্মুকে নিয়ে ‘বিতর্কিত’ টুইট, আইনি ঝামেলায় রামগোপাল বর্মা>

আরও পড়ুন: <ফেসবুকে ২ কোটি বেতনের চাকরির অফার, রামপুরহাটের বিশাখের চোখধাঁধানো সাফল্য>

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পারভিন কাসওয়ান। উত্তরবঙ্গের নাগরাকাটার কাছে ঘটে যাওয়া এই ভিডিও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে “ বাচ্চা হাতিটিকে বাঁচানোর জন্য মায়ের প্রয়াস”। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাতে প্রায় ৫০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে।

Viral Video Baby Elephnat