Advertisment

জলদানবের থেকে বাঁচতে বিরাট ঝাঁপ, বুদ্ধি আর সাহসের অনন্য নজিরে মন জয়, দেখুন ভিডিও  

মাত্র এক মিনিটের এই ভিডিওতে দেখা যাবে, কীভাবে একটি হিংস্র কুমির একটি হরিণকে নদী পার হওয়ার সময় তাকে অনুসরণ করে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Wildlife Viral Video On Internet

মাত্র এক মিনিটের এই ভিডিওতে দেখা যাবে, কীভাবে একটি হিংস্র কুমির একটি হরিণকে নদী পার হওয়ার সময় তাকে অনুসরণ করে চলেছে।

বাঘ-হরিণের শিকারের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখে থাকি। সেই সব দূর্দান্ত মুহূর্ত অচিরেই আমাদের মন জয় করে নেয়। কিন্তু জলের মধ্যে কুমিরের সঙ্গে হরিণের ভিডিও খুব কম সংখ্যক মানুষই দেখেছেন। আজ এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে গায়ের লোম খাঁড়া হতে বাধ্য।

Advertisment

শুধু মানুষ নয়, অনেক সময় পশুপাখিও আমাদের দারুণ শিক্ষা দেয়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে সকলেই উপলব্ধি করতে পারবেন, সমস্যার কাছে নতি স্বীকার না করে, সাহসের সঙ্গে লড়াই করা দরকার। ভিডিওতে দেখা যাচ্ছে, জলদানবের হাত থেকে বাঁচতে কী ভাবে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে একটি হরিণ।  নদীকে সাঁতার কাটার সময় হরিণটি ক্ষুধার্ত জল 'শয়তান'-এর কবলে পড়ে। ভিডিওতে কুমিরটিকে শিকারের দিকে দ্রুত এগিয়ে যেতে দেখা যায়।

মাত্র এক মিনিটের এই ভিডিওতে দেখা যাবে, কীভাবে একটি হিংস্র কুমির একটি হরিণকে নদী পার হওয়ার সময় তাকে অনুসরণ করে চলেছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত শিকারির গ্রাস থেকে বাঁচতে হরিণ জলে লাফ দিচ্ছে। ভিডিওটি দেখে এক মুহুর্তের জন্য আপনিও ভাববেন কুমিরটি হরিণটিকে মেরে ফেলবে, কিন্তু পরের মুহুর্তে হরিণের বুদ্ধি আর সাহসের কাছে মাথানত করতে বাধ্য হয় কুমিরটি।

ভিডিওটি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) অফিসার ক্লেমেন্ট বেন (@ben_ifs) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা, 'জীবনের জন্য দীর্ঘ ঝাঁপ দাও। (লিপ ফর লাইফ)'এ পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন, পোস্টটি লাইক করেছেন ৭ হাজারেরও বেশি মানুষ। যারা পোস্টটি দেখেছেন তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'কী দারুণ জাম্প।'

Viral Video
Advertisment